Logo

শেরপুরে জিপিএ-৫ শীর্ষে শেরউড কলেজ

profile picture
উপজেলা প্রতিনিধি
বগুড়া
১৬ অক্টোবর, ২০২৫, ১৮:১৯
14Shares
শেরপুরে জিপিএ-৫ শীর্ষে শেরউড কলেজ
ছবি: প্রতিনিধি

বগুড়ার শেরপুর উপজেলায় এইচএসসি-২০২৫ পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে প্রকাশিত ফলাফলে দেখা গেছে, কলেজ পর্যায়ে মোট পরীক্ষার্থী ছিলেন ২ হাজার ৫৪৮ জন। এর মধ্যে পাশ করেছেন ১ হাজার ৯৪৩ জন। উপজেলায় মোট পাশের হার তিনটি বোর্ডের ফলাফল মিলিয়ে দাঁড়িয়েছে ৬৩.৭৯ শতাংশ।

বিজ্ঞাপন

উপজেলায় জিপিএ-৫ পেয়েছে মোট ৩৩৪ জন শিক্ষার্থী। এর মধ্যে শীর্ষে রয়েছে শেরউড ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ। প্রতিষ্ঠানটি থেকে ২৮৬ জন পরীক্ষার্থী অংশ নিয়ে শতভাগ পাশ করেছে এবং জিপিএ-৫ পেয়েছে ১৮৮ জন শিক্ষার্থী। দ্বিতীয় অবস্থানে রয়েছে সামিট ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ। তাদের পাশের হার ৯৫ দশমিক ৯৫ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৪৭ জন শিক্ষার্থী।

অন্যদিকে, মাদ্রাসা বোর্ডের অধীনে আলিম-২০২৫ পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলেন ১৯৭ জন। এর মধ্যে পাশ করেছেন ১১১ জন এবং জিপিএ-৫ পেয়েছেন মাত্র ২ জন। পাশের হার ৫৬ দশমিক ৩৫ শতাংশ।

বিজ্ঞাপন

এছাড়া, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি (বি.এম)-২০২৫ পরীক্ষায় অংশ নেয় ৪৭৩ জন পরীক্ষার্থী। এর মধ্যে পাশ করেছে ২৭৮ জন এবং জিপিএ-৫ পেয়েছে ৪ জন। পাশের হার দাঁড়িয়েছে ৫৮ দশমিক ৭৭ শতাংশ।

শেরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম স্বাক্ষরিত প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD