Logo

৩৬ বছরে হাফেজ শামীম মৃধা এইচএসসি পাস, শিক্ষার প্রতি অনুপ্রেরণা

profile picture
উপজেলা প্রতিনিধি
গাজীপুর
১৬ অক্টোবর, ২০২৫, ১৯:১৭
10Shares
৩৬ বছরে হাফেজ শামীম মৃধা এইচএসসি পাস, শিক্ষার প্রতি অনুপ্রেরণা
ছবি: প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হাফেজ শামীম মৃধা ৩৬ বছর বয়সে এইচএসসি পাশ করেছেন। তিনি সিটি ইনফরমেশন টেকনোলজি ইনস্টিটিউট থেকে জিপিএ ৪.৬৭ অর্জন করেছেন।

বিজ্ঞাপন

শামীম মৃধা হাফেজে কোরআন। বাবার মৃত্যুর পর ছোট ভাই-বোনদের ভরণ-পোষণ ও শিক্ষার দায়িত্ব গ্রহণ করায় নিজের পড়াশোনা পিছিয়ে গিয়েছিল। বাবার স্বপ্ন পূরণের জন্য আবারও পড়াশোনায় ফিরেছেন। তিনি বলেন, “আব্বা বেঁচে থাকলে আজ সবচেয়ে খুশি হতেন। তার স্বপ্ন ছিল আমরা লেখাপড়া করে মানুষের মতো মানুষ হবো, মানুষের সেবা করবো। সেই স্বপ্নই আমাকে পড়াশোনায় ফেরায়।”

তিনি জানান, ইউপি নির্বাচনে প্রার্থী হতে হলে কমপক্ষে এসএসসি পাশ থাকতে হবে। এজন্য ২০২৩ সালে এসএসসি পাশ করেন এবং এবার এইচএসসি পাশ করে আরও এগিয়েছেন। ভবিষ্যতে ডিগ্রিতে ভর্তি হয়ে উচ্চশিক্ষা গ্রহণের আগ্রহ প্রকাশ করেছেন।

বিজ্ঞাপন

স্থানীয়রা তার এ সাফল্যকে প্রশংসা করছেন। মাওনা উত্তরপাড়া সামাদনগর মাদ্রাসার প্রতিষ্ঠাতা রেজাউল করিম বলেন, “রাজনীতির পাশাপাশি নিজেকে গড়ার অসাধারণ দৃষ্টান্ত স্থাপন করেছেন শামীম। হাফেজ হয়েও আধুনিক শিক্ষায় এগিয়ে যাওয়ার প্রচেষ্টা আমাদের অনুপ্রাণিত করে।”

এক স্থানীয় বাসিন্দা ওসমান গণী বলেন, “শামীম একজন সফল মেম্বার। তিনি মানুষের জন্য দিন-রাত পরিশ্রম করেন। আমরা চাই, আগামীবারও তিনি মেম্বার হিসেবে নির্বাচিত হোন।”

বিজ্ঞাপন

শিক্ষা যে বয়সের কাছে বাধা নয়, তা প্রমাণ করেছেন হাফেজ শামীম মৃধা। তিনি কেবল জনপ্রতিনিধি নন, বরং সমাজের জন্য এক অনুপ্রেরণার আলোকবর্তিকা।

এর আগে ১৬ অক্টোবর ২০২৫ সকাল ১০টায় ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এবার ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫৮.৮৩ শতাংশ, যা গত বছরের ৭৭.৭৮ শতাংশ থেকে কমেছে। ফল প্রকাশ করেন বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির চেয়ারম্যান অধ্যাপক খন্দকার এহসানুল কবির।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD