Logo

ভবন ধসের আশঙ্কা, নিয়ন্ত্রণে হিমশিম ফায়ার সার্ভিস

profile picture
জেলা প্রতিনিধি
চট্টগ্রাম
১৬ অক্টোবর, ২০২৫, ২০:২৫
11Shares
ভবন ধসের আশঙ্কা, নিয়ন্ত্রণে হিমশিম ফায়ার সার্ভিস
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে কারখানাটিতে আগুন লাগে, যা দ্রুত ছড়িয়ে পড়ে সাততলা ভবনের বিভিন্ন তলায়। দীর্ঘ পাঁচ ঘণ্টার চেষ্টার পরও আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি।

বিজ্ঞাপন

ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট ও নৌবাহিনীর ৪টি ইউনিট যৌথভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবুও আগুনের তীব্রতা কমেনি।

ফায়ার সার্ভিস জানায়, আগুন মূলত ভবনের ৫ম, ৬ষ্ঠ ও ৭ম তলায় ছড়িয়ে পড়েছে।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শী মুজিবুল হক জানান, ফায়ার সার্ভিস ও নৌবাহিনী আশপাশের রিজার্ভ ট্যাংক থেকে পানি সংগ্রহ করে নেভানোর চেষ্টা চালাচ্ছে, কিন্তু আগুনের তাপ এতটাই প্রবল যে কার্যত তা নিয়ন্ত্রণে আনতে পারছে না। ইতোমধ্যে আগুন পাশের একটি টিনশেড ভবনেও ছড়িয়ে পড়েছে।

চট্টগ্রাম মহানগর পুলিশের বন্দর জোনের অতিরিক্ত উপ-কমিশনার মো. জাহাঙ্গীর বলেন, “আগুন ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে। ভবনটি ধসে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। তবে ভেতরে কেউ আটকে পড়েছে, এমন কোনো তথ্য পাওয়া যায়নি।”

বিজ্ঞাপন

জানা গেছে, আগুনে পুড়ে যাওয়া কারখানাটিতে হাসপাতাল ব্যবহারের বিভিন্ন সরঞ্জাম তৈরি করা হতো। ঘটনাস্থলে এখনো তীব্র ধোঁয়া ও আগুনের শিখা দেখা যাচ্ছে, ফলে পুরো এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD