চট্টগ্রামে পোশাক কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৭ ইউনিট

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) আল হামিদ টেক্সটাইল নামে একটি কারখানায় আগুন লেগেছে। কারখানাটিতে হাসপাতালে ব্যবহার করার যন্ত্রপাতি তৈরি হতো। নয়তলা ভবনটিতে পাঁচ শতাধিক শ্রমিক রয়েছেন বলে জানা গেছে।
বিজ্ঞাপন
চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) আল হামিদ টেক্সটাইল নামে একটি কারখানায় আগুন লেগেছে। কারখানাটিতে হাসপাতালে ব্যবহার করার যন্ত্রপাতি তৈরি হতো। নয়তলা ভবনটিতে পাঁচ শতাধিক শ্রমিক রয়েছেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ২টার দিকে ভয়াবহ অগুনের সূত্রপাত হয়। দমকলকর্মীদের চেষ্টায়ও কমানো যাচ্ছে না এ ভয়াবহ আগুন। সবাইকে নিরাপদে বের করা হয়েছে বলে দাবি ফায়ার সার্ভিসের উপপরিচালকের।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. জসিম উদ্দীন বলেন, এখন পর্যন্ত ১৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। ৮ তলা ভবনের উপর থেকে ছড়িয়েছে আগুন।
বিজ্ঞাপন
প্রচুর দাগ্য পদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে-ফায়ার সার্ভিস
আগুন নিয়ন্ত্রেণে যোগ দিয়েছে নৌবাহিনী, বিমান বাহিনী ও বিজিবি।