Logo

ময়মনসিংহে বিশ্ব এনেস্থিসিয়া দিবস পালিত

profile picture
জেলা প্রতিনিধি
ময়মনসিংহ
১৬ অক্টোবর, ২০২৫, ১৯:৩৯
19Shares
ময়মনসিংহে বিশ্ব এনেস্থিসিয়া দিবস পালিত
ছবি: সংগৃহীত

১৭৯তম বিশ্ব এনেস্থিসিয়া দিবস উপলক্ষে ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় ময়মনসিংহ মেডিকেল কলেজের সামনে থেকে র‌্যালিটি শুরু হয়ে কলেজ ও হাসপাতাল ক্যাম্পাস প্রদক্ষিণ করে পরিচালক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, ১৮৪৬ সালে প্রথম এনেস্থিসিয়া প্রয়োগের মাধ্যমে আধুনিক চিকিৎসার নতুন দিগন্তের সূচনা হয়। চিকিৎসা সেবায় এনেস্থিসিয়া বিশেষজ্ঞদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশে মানসম্মত সেবা নিশ্চিত করতে এনেস্থিসিয়া বিশেষজ্ঞের সংখ্যা আরও বাড়ানো প্রয়োজন।

সভায় সভাপতিত্ব করেন বিএমএ সিসিপিপি, ময়মনসিংহের আহ্বায়ক সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ আলী সিদ্দিকী।

বিজ্ঞাপন

প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল গোলাম ফেরদৌস।

এসময় হাড় জোড়া রোগ বিশেষজ্ঞ বিভাগীয় প্রধান ডাঃ জাকির হোসেন জিকুসহ অন্যান্য চিকিৎসক, নার্স ও শিক্ষার্থীরা অংশ নেন।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD