কাপাসিয়ায় এইচএসসি ফলাফল: এক কলেজে কেউ পাস করতে পারেনি

বিজ্ঞাপন
গাজীপুরের কাপাসিয়া উপজেলার এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। উপজেলার ১৩টি কলেজের মধ্যে ১২টি কলেজে শিক্ষার্থীরা উত্তীর্ণ হয়েছে, তবে চরদূর্লভখাঁ আব্দুল হাই সরকার স্কুল অ্যান্ড কলেজে ২ জন পরীক্ষার্থী অংশ নিলেও কেউ পাস করতে পারেনি।
এছাড়া, বর্ণমালা কলেজ সর্বোচ্চ ৯৪.৯৫% পাসের হার এবং ২১ জন জিপিএ–৫ অর্জন করে উপজেলার শীর্ষে রয়েছে। অন্যান্য কলেজের মধ্যে কাপাসিয়া সেন্ট্রাল কলেজ ৮৩.৩৩%, এম.এ. মজিদ সায়েন্স কলেজ ৬৩.৮৬%, তারাগঞ্জ এইচ.এন. উচ্চ বিদ্যালয় ৫২.১৭%, শহীদ তাজউদ্দীন আহমদ সরকারি কলেজ ৪০.২৪%, এবং কাপাসিয়া ডিগ্রি কলেজ ৩৯.৯৪% পাসের হার দেখিয়েছে।
চরদূর্লভখাঁ কলেজের অধ্যক্ষ মো. নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল আরিফ সরকার জানান, তিনি ছুটিতে থাকায় বিষয়টি সম্পর্কে অবগত নন।