Logo

মির্জাপুর ক্যাডেট কলেজে এইচএসসিতে ৫৭তম ব্যাচের শতভাগ জিপিএ-৫

profile picture
উপজেলা প্রতিনিধি
টাঙ্গাইল
১৬ অক্টোবর, ২০২৫, ১৭:০৬
17Shares
মির্জাপুর ক্যাডেট কলেজে এইচএসসিতে ৫৭তম ব্যাচের শতভাগ জিপিএ-৫
ছবি: প্রতিনিধি

এইচএসসি পরীক্ষার্থীরা শতভাগই জিপিএ-৫ পেয়ে কৃতিত্বের সহিত উত্তীর্ণ হয়েছে।

বিজ্ঞাপন

কলেজ সূত্রে জানা যায়, এবছর ২০২৫ সালের ৫৭তম ব্যাচে মোট পরীক্ষার্থী ছিল ৪৬ জন।এর মধ্যে ৪২ জন বিজ্ঞান বিভাগ হইতে এবং ৪ জন মানবিক বিভাগ হইতে জিপিএ-৫ পেয়েছে। এদের মধ্যে ২২জন গোল্ডেন (+) পেয়েছে।

উল্লেখ্য, মির্জাপুরের সবুজ ছায়া বেষ্টিত মনোরম পরিবেশে অবস্থিত মির্জাপুর ক্যাডেট কলেজ-শিক্ষা, শৃঙ্খলা ও নেতৃত্ব গঠনের এক উজ্জ্বল বাতিঘর।

১৯৬৩ সালে প্রতিষ্ঠালগ্ন থেকেই প্রতিষ্ঠানটি গৌরবময় সাফল্যের একের পর এক অধ্যায় রচনা করে আসছে।

বিজ্ঞাপন

বৃটিশ পাবলিক স্কুল পদ্ধতির আদলে গড়ে ওঠা এই প্রতিষ্ঠানটি কালের পরিক্রমায় হয়ে উঠেছে বাংলাদেশের শিক্ষাক্ষেত্রের একটি অনুকরণীয় দৃষ্টান্ত।

কলেজের অধ্যক্ষ কর্নেল এস এম ফয়সাল পিএসসি বলেন, এই অসাধারণ অর্জনের পেছনে রয়েছে ক্যাডেটদের একাগ্র অধ্যবসায় ও নিষ্ঠা, কলেজ কর্তৃপক্ষের সার্বক্ষনিক তদারকি, শিক্ষকবৃন্দের নিরলস পরিশ্রম ও সঠিক দিক নির্দেশনা এবং অভিভাবকদের প্রেরণা ও সহযোগিতা। এই কৃতিত্ব ভবিষ্যতেও মির্জাপুর ক্যাডেট কলেজের গৌরব ও ঐতিহ্যকে সমুন্নত রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD