Logo

মৌলভীবাজারে চার দফা দাবিতে মানববন্ধন

profile picture
জেলা প্রতিনিধি
মৌলভীবাজার
১৬ অক্টোবর, ২০২৫, ১৫:৪৫
14Shares
মৌলভীবাজারে চার দফা দাবিতে মানববন্ধন
ছবি: প্রতিনিধি

মৌলভীবাজার সর্বদলীয় সংগ্রাম পরিষদের ব্যানারে যোগাযোগের বিপর্যস্ত অবস্থা থেকে মুক্তির দাবিতে চার দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) চৌমুহনা চত্বরে মিরপুর–মৌলভীবাজার–ফেঞ্চুগঞ্জ হয়ে সিলেট সড়ককে চার লেনে উন্নীত করা।ঢাকা–মৌলভীবাজার মহাসড়ক দ্রুত সংস্কার করা।

শমসেরনগর বিমানবন্দর দ্রুত চালু করা। মৌলভীবাজারবাসীর জন্য রেল ও বিমানের টিকিট বৈষম্য দূরীকরণের দাবিতে মৌলভীবাজার সর্বদলীয় ইসলামী সংগ্রাম পরিষদের আহবায়ক মাওলানা আহমদ বিলালের সভাপতিত্বে সঞ্চালনা করেন, সামাজিক সংগঠক ও সংগ্রাম পরিষদের যুগ্ম সচিব এম মুহিবুর রহমান মুহিব।

বিজ্ঞাপন

বক্তব্য রাখেন সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি খালেদ চৌধুরী, প্রবীন আলেম মাওলানা জামিল আনসারী, সমাজসেবক সিরাজ সিদ্দিকী, সংগ্রাম পরিষদের সদস্য সচিব হাফিজ আলাউর রহমান টিপু, জাতীয় ইমাম সমিতি মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা হিফজুর রহমান ফুয়াদ, শানে সাহাবা জাতীয় ফাউন্ডেশন মৌলভীবাজার জেলা শাখার মকবুল হোসেন খান, দারুল উলুম মাদ্রাসার শিক্ষক মাওলানা এনামুল হক, শহর আল ইসলাহর সভাপতি মাওলানা আব্দুল গাফফার, ছাত্র সমন্বয়ক শাহ মিছবাহ,হাফেজ আবুল হায়াত ফরহাদ মর্দানি, নুরুল কুরআন মাদ্রাসার শিক্ষক মাওলানা মোজাহিদুল ইসলাম শাহীন, শাহ জালাল ওয়েল ফেয়ার ফাউন্ডেশন মৌলভীবাজার এর সাধারণ সম্পাদক আশরাফুর রহমান, কেন্দ্রীয় কমিটির সংগঠক জাতীয় যুবশক্তি জাকারিয়া ইমন, জেলা ছাত্র মজলিসের মাজহারুল ইসলাম, সামাজিক সংগঠনের প্রতিনিধি মাহবুবুর রহমান ইয়ামিম ও রেদওয়ান আহমদ ছামী প্রমুখ।

বক্তারা অনতিবিলম্বে বৃহত্তর সিলেটের সাথে চরম বৈষম্য মূলক আচরণ প্রত্যাহার করে সড়ক রেল ও বিমান প্রতি মৌলভীবাজারের যোগাযোগ ব্যবস্থা উন্নতকরণের দাবি করেন। অন্যতায় কঠিন কর্মসূচি দিয়ে দাবি আদায় করা করা হবে বলে হুশিয়ারি জানান।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD