Logo

লালন মেলায় সাংবাদিকের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২

profile picture
জেলা প্রতিনিধি
কুষ্টিয়া
১৬ অক্টোবর, ২০২৫, ১১:৪২
20Shares
লালন মেলায় সাংবাদিকের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২
ছবি: প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে লালন মেলায় সাংবাদিক রাজু আহমেদের ওপর হামলার ঘটনায় জড়িত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

বুধবার (১৫ অক্টোবর) রাত ১১টার দিকে কুষ্টিয়া শহরে অভিযান চালিয়ে পৃথক জায়গা থেকে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ।

এর আগে মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর একটার দিকে ছেঁউড়িয়ায় লালন মেলার মাঠে মাদক কারবারিরা পূর্ব পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে হামলা ও মারপিট করে আহত করে।

এ ঘটনায় আহত রাজু আহমেদ বাদী হয়ে বুধবার রাতে কুমারখালী থানায় এজাহার দায়ের করেছেন। রাজু আহমেদ অনলাইন সংবাদ মাধ্যম বাংলা এডিশন ও ঢাকা পোস্টের কুষ্টিয়া প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে।

বিজ্ঞাপন

গ্রেপ্তার রিন্টু (২০) কুষ্টিয়া শহরের হরিশংকরপুর চালের বর্ডার এলাকার মৃত হোব্বার ছেলে। গ্রেপ্তার অপর আসামি ফাহিম (২০) কুমারখালীর ছেঁউড়িয়া বিশ্বাসপাড়া এলাকার ওবায়দুলের ছেলে। তারা দুজনই মাদক কারবারি।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জিয়াউর রহমান বলেন, সাংবাদিক রাজু আহমেদের ওপর হামলার ঘটনায় জড়িত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।

বিজ্ঞাপন

জানা গেছে, সাংবাদিক রাজু আহমেদ লালন মেলায় পেশাগত দায়িত্ব পালন করছিলেন। এ সময় মঞ্চের পাশে একদল মাদক কারবারি তাকে হত্যার উদ্দেশ্যে পূর্ব পরিকল্পিতভাবে হামলা করে এবং বেধড়ক মারধর করে। এতে আহত হন রাজু আহমেদ।

এ ঘটনায় তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন কুষ্টিয়া প্রেস ক্লাব, কুমারখালী প্রেস ক্লাবসহ কুষ্টিয়ার সর্বস্তরের গণমাধ্যমকর্মীরা। দোষীদের অবিলম্বে গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন তারা। এছাড়া কুষ্টিয়া প্রেস ক্লাব ও কুমারখালী প্রেস ক্লাব লালন তিরোধান দিবসের সংবাদ কাভারেজ না করার সিদ্ধান্ত নিয়েছেন।

আহত গণমাধ্যমকর্মী রাজু আহমেদ বলেন, লালন মেলায় প্রায় ৩০০টি গাঁজার দোকান বসেছে। সেখানে রাতদিন প্রকাশ্যে মাদক বিক্রি ও মাদক সেবন করা হয়। লালন মেলার মাঠে সংবাদ সংগ্রহকালে সেখানকার মাদক সিন্ডিকেটের লোকজন পূর্ব পরিকল্পিতভাবে আমার ওপর হামলা করে এবং বেধড়ক মারধর করে। এ ঘটনায় জড়িত সবাইকে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, এক সপ্তাহ আগে থেকে শত শত গাঁজা কারবারি গাঁজার দোকান বসিয়েছে। সেখানে প্রশাসনের সামনে অবাধে মাদক বিক্রি ও সেবন করা হচ্ছে। সোমবার দুপুরে ডিসি অফিসের এক মিটিংয়ে ডিসির সামনে মাদক কারবারের বিষয়টি তুলে ধরেছিলাম। একইসঙ্গে মাদক কারবারের কারণে লালন মেলার অনিরাপত্তা ও গণমাধ্যমকর্মীদের ঝুঁকির বিষয়গুলো ডিসি বরাবর তুলে ধরেছিলাম। আজ লালনের মাঠে সংবাদ সংগ্রহ করতে গেলে মাদক কারবারি সিন্ডিকেটের লোকজন পূর্ব পরিকল্পিতভাবে আমাকে হত্যার উদ্দেশ্যে হামলা ও মারপিট করে।

জানা গেছে, লালন মেলায় শত শত গাঁজার দোকান বসেছে। সেখানে প্রকাশ্যে দিবালোকে মাদক সেবন ও বিক্রি করা হচ্ছে। মাদক কারবারিদের দখলে লালনের মাঠ। তাদের কারণে লালন মেলার মাঠে অনিরাপদ পরিস্থিতি বিরাজ করছে। অথচ প্রশাসন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে না। মাদক সিন্ডিকেটের মাফিয়ারা সাংবাদিক রাজুর ওপর হামলা করেছে। এ ঘটনায় দোষী সকলকে গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন তারা। একইসঙ্গে লালন মেলা গাঁজামুক্ত করার জন্য অনুরোধ জানিয়েছেন।

সাংবাদিক রাজুর ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কুমারখালী প্রেস ক্লাব। জরুরি এক বার্তায় কুমারখালী প্রেস ক্লাবের সভাপতি লিপু খন্দকার ও সাধারণ সম্পাদক সোহাগ মাহমুদ খান বলেন, সাংবাদিক রাজু একজন কর্মঠ সাংবাদিক, এ হামলা সকল গণমাধ্যম কর্মীদের ওপর হামলা। দ্রুত হামলাকারীদের আটক ও লাগনে গাঁজা সেসব বন্ধের দাবি জানান।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শী সাংবাদিকরা বলেন, সাংবাদিক রাজু লালন মেলার সংবাদ সংগ্রহ করছিল। এ সময় মাদক সিন্ডিকেটের লোকজন তার ওপর হামলা করে এবং বেধড়ক মারধর করে আহত করেছে। এ ঘটনার তীব্র ও প্রতিবাদ জানাচ্ছি। এই ন্যক্কারজনক ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা না হলে আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।

এ বিষয়ে কুষ্টিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু মনি জুবায়েদ রিপন বলেন, লালন মেলার মাঠে সাংবাদিক রাজুর ওপর মাদক কারবারিরা হামলা করেছে। তাকে মারপিট করে আহত করা হয়েছে৷ এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। দোষীদের দ্রুত আইনের এনে শাস্তি নিশ্চিত করতে হবে। সাংবাদিক রাজুর উপরে হামলা ও নিরাপত্তাজনিত কারণে লালন তিরোধান দিবসের সংবাদ কাভারেজ না করার সিদ্ধান্ত নিয়েছে কুষ্টিয়া প্রেস ক্লাব।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, অসাম্প্রদায়িকতা ও মানবতার প্রতীক ফকির লালন সাঁই। তার জীবন দর্শন যুগে যুগে মানবতার বার্তা বিলিয়ে যাচ্ছে। তার জীবন দর্শন মানুষকে প্রভাবিত করেছে। আগামী ১৭ অক্টোবর লালন ফকিরের ১৩৫ তম তিরোধান দিবস। এ উপলক্ষে কুষ্টিয়ার ছেঁউড়িয়ার আখড়াবাড়িতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩ দিনব্যাপী সংগীতানুষ্ঠান ও লালন মেলা।

লালন মেলা উদ্বোধন হওয়ার আগেই সেখানে মাদকের হাট বসেছে। প্রকাশ্যে শতশত মাদকের দোকানে দিনরাত গাজা বিক্রি ও সেবন করা হচ্ছে। প্রভাবশালীদের ছায়াতলে প্রশাসনের সামনে এসব অপরাধ করছে মাদক কারবারিরা। অথচ অদৃশ্য কারণে প্রশাসন তাদের বিরুদ্ধে কোনো প্রকার ব্যবস্থা গ্রহণ করেন না। এতে ক্ষোভ প্রকাশ করেছেন দর্শনার্থীরা, স্থানীয়রা ও সচেতন মহলের মানুষ।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD