Logo

আশুলিয়ায় সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৫

profile picture
উপজেলা প্রতিনিধি
ঢাকা
১৫ অক্টোবর, ২০২৫, ১৭:৩৪
7Shares
আশুলিয়ায় সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৫
ছবি: প্রতিনিধি

ঢাকা জেলার আশুলিয়ার ভাদাইল এলাকায় সেনাবাহিনীর জামগড়া আর্মি ক্যাম্পের অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ পাঁচজন সন্ত্রাসী ও মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

বিজ্ঞাপন

অভিযোগের ভিত্তিতে সেনাবাহিনীর একটি বিশেষ দল মঙ্গলবার (১৫ অক্টোবর) গভীর রাতে একাধিক স্থানে অভিযান পরিচালনা করে। অভিযানে কুখ্যাত সন্ত্রাসী ও চাঁদাবাজ ইমন ও রাহুলসহ মোট পাঁচজনকে গ্রেফতার করতে সক্ষম হয় সেনা সদস্যরা।

গ্রেফতার হলেন- আশুলিয়ার ইমন (২৩), রাহুল (২৩), সাইরোয়ার (৩০), সানোয়ার (৩৩) এবং ফরিদপুরের বায়েজিদ (২২)।

উদ্ধারকৃত সরঞ্জামাদিসহ দেশীয় অস্ত্র (রামদা, চাপাতিস ১৭টি টেজার এবং ২টি অপরাধমূলক তথ্যযুক্ত মোবাইল ৬টি ফোন)।

বিজ্ঞাপন

পরবর্তীতে আটককৃতদের উদ্ধারকৃত দেশীয় অস্ত্র, মোবাইল ফোন ও অপরাধে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদিসহ আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

জানা যায়, দীর্ঘদিন ধরে ভাদাইল এলাকায় একটি সংঘবদ্ধ চক্র অস্ত্র ও মাদক ব্যবসার পাশাপাশি চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। স্থানীয়দের অভিযোগে তাদের বিরুদ্ধে একাধিক অস্ত্র ও মাদক মামলার প্রমাণসহ তথ্য জমা পড়ে জামগড়া আর্মি ক্যাম্পে।

বিজ্ঞাপন

অভিযানে সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা জানিয়েছে স্থানীয় জনগণ। তারা জানান, দীর্ঘদিনের ত্রাসের রাজত্বের অবসান ঘটায় এখন এলাকায় স্বস্তি ও নিরাপত্তার পরিবেশ ফিরে এসেছে।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD