শেরপুরে পুকুরপাড়ে হেলে পড়েছে বিদ্যুতের খুঁটি, ঝুঁকিতে জনজীবন

বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের মাঠপাড়া গ্রামে পুকুরপাড়ের একটি বিদ্যুতের খুঁটি ৩ মাস ধরে হেলে আছে। টানা ভারী বৃষ্টিপাতে মাটি নরম হয়ে খুঁটিটি এখন হেলে পড়েছে রাস্তার দিকে ফলে সৃষ্টি হয়েছে মারাত্মক দুর্ঘটনার আশঙ্কা।
বিজ্ঞাপন
এ রাস্তা দিয়ে প্রতিদিন প্রায় দুই হাজার মানুষ যাতায়াত করে। রাস্তার পাশে রয়েছে একটি মাদ্রাসা ও একটি স্কুল যেখানে প্রতিদিন শত শত শিক্ষার্থী যাতায়াত করে। একই পথে রয়েছে একটি মসজিদও। ফলে মুসল্লি, শিক্ষার্থী ও সাধারণ পথচারী, সবাই এখন বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঝুঁকিতে রয়েছেন।
গ্রামের তরুণ সমাজসেবক জাহিদ হাসান বলেন, আমার সন্তানরা পাশের মাদ্রাসায় পড়ে, প্রতিদিন ঝুকি নিয়েই চলাচল করতে হচ্ছে। বিদ্যুৎ বিভাগ দ্রুত ব্যবস্থা না নিলে বড় বিপদ ঘটতে পারে। আমাদের অনুরোধ, যত দ্রুত সম্ভব খুঁটিটি পরিবর্তন বা সোজা করা হোক।
বিজ্ঞাপন
স্থানীয় বাসিন্দা আয়েজ উদ্দিন প্রামাণিক বলেন, খুঁটিটা প্রায় তিন মাস হলো হেলে আছে। আমরা কয়েকবার বিদ্যুৎ অফিসে জানিয়েছি, কিন্তু এখনো কেউ এসে ব্যবস্থা নেয়নি। প্রতিদিন ভয় নিয়ে চলাচল করছি।
মোসাম্মৎ খালেদা বেগম বলেন, আমার দুই সন্তান প্রতিদিন এই রাস্তা দিয়ে স্কুলে যায়। বিদ্যুতের তার নীচে দিয়ে যেতে হয় দেখে ভয় লাগে। যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।
স্থানীয় যুবক রাশেদ আহমেদ বলেন, খুঁটিটা এখন যে অবস্থায় আছে, ঝর বৃষ্টি হলে যে কোন সময় পড়ে যেতে পারে। প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে যে কোনো সময় প্রাণহানি ঘটবে।
বিজ্ঞাপন
এ বিষয়ে শেরপুর বিদ্যুৎ বিক্রয় ও বিপণন বিভাগের (নেসকো) নির্বাহী প্রকৌশলী আব্দুল জলিল বলেন, বিষয়টি আমরা অবগত হয়েছি। খুব শিগগিরই টিম পাঠিয়ে ঝুঁকিপূর্ণ খুঁটিটি সোজা করা হবে, যাতে দুর্ঘটনা এড়ানো যায়।