শরীয়তপুরে গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক সভা

শরীয়তপুরের চন্দ্রপুরে গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞাপন
চন্দ্রপুর মাজেদিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসায় বেলা ১১টায় এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চন্দ্রপৃর ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান জাহিদুল ইসলাম মিরাজ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, গ্রাম আদালতের জেলা ম্যানেজার মো: আল ফারুক গাজি, সদর উপজেলা সমন্বয়কারি জামাল উদ্দিন, ভেদরগঞ্জ উপজেলা সমন্বয়কারি মো: জামাল হোসেন, গোসাইরহাট উপজেলা সমন্বয়কারি মোল্লা লুতফর রহমান, পিএফ সাদ্দাম হোসেন, চন্দ্রপুর ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা জুয়েল পারভেজ, ইউপি সদস্য জামাল খান।
বিজ্ঞাপন
সভায় সভাপতিত্ব করেন চন্দ্রপুর মাজেদিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো: আবুল বাশার। বক্তারা গ্রাম আদালতের কার্যক্রম সর্ম্পকে বিস্তারিত আলোচনা করেন।