একজন পাস হয়েও শতভাগ পাস যে প্রতিষ্ঠানে?

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এইচএসসি পরীক্ষায় একটি শিক্ষাপ্রতিষ্ঠানের একমাত্র পরীক্ষার্থী কৃতকার্য হওয়ায় উপজেলার ৮টি কলেজের মধ্যে চরজিথর উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজে শতভাগ শিক্ষার্থী পাস করেছে। শতভাগ পাস করা কলেজটি উপজেলার তারুন্দিয়া ইউনিয়নে অবস্থিত।
বিজ্ঞাপন
জানা গেছে, ময়মনসিংহ শিক্ষাবোর্ডের অধীনে জেলার তিনটি শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে চরজিথর উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজও রয়েছে। তবে আশ্চর্যের বিষয় হলো কলেজটি থেকে মাত্র একজন শিক্ষার্থী এ বছর এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। কৃতকার্য ওই শিক্ষার্থী সম্পর্কে জানতে চাইলে কলেজর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সেলিম, কলেজের পৌরনীতি বিষয়ের প্রভাষক জাহাঙ্গীর আলম ও অফিস সহকারী জাকির কেউই কিছু বলতে পারেননি।
আরও পড়ুন: এইচএসসি ও সমমানের ফল প্রকাশ
চরজিথর উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. সেলিম জানান, প্রতিষ্ঠানটি প্রত্যন্ত মফস্বল অঞ্চলে হওয়ায় এবং শিক্ষক সংকটের কারণে শিক্ষার্থী সংখ্যা কম। এ বছর তিনজন ফরম পূরণ করে। তাদের মধ্যে একজন পরীক্ষায় অংশগ্রহণ করে এইচএসসিতে পাস করেছে।
বিজ্ঞাপন
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম বলেন, উপজেলার আটটি কলেজে এইচএসসিতে এ বছর পাসের হার ৩৮.৭৩। আটটি কলেজের মোট ১৮৬৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতকার্য হয়েছে ৭২২ জন। ৮টি কলেজের মধ্যে একটি কলেজে শতভাগ পাস করেছে। শতভাগ পাস সেই কলেজ থেকে একজন শিক্ষার্থীই পরীক্ষায় অংশগ্রহণ করেছিল।