অমোচনীয় কালি উচ্চমানের, ঘষলে উঠবেই: রাবি ভিসি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব বলেছেন, রাকসু নির্বাচনে ব্যবহৃত কালি অমোচনীয় ও মানসম্মত। কেউ যদি উদ্দেশ্যপ্রণোদিতভাবে ঘষাঘষি করে, তাহলে সেটি উঠে যেতে পারে। এটা স্বাভাবিক বিষয়।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবন কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন উপাচার্য।
তিনি বলেন, “এখন পর্যন্ত ভোটগ্রহণের সার্বিক পরিবেশ সন্তোষজনক, শিক্ষার্থীরা উৎসবমুখরভাবে ভোট দিচ্ছেন।”
বিজ্ঞাপন
উপাচার্য আরও বলেন, “আমরা বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখেছি, কোনো ধরনের বিশৃঙ্খলা বা অনিয়মের অভিযোগ পাওয়া যায়নি। নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।”
এর আগে ছাত্রদলসহ কয়েকজন শিক্ষার্থী অভিযোগ করেন, ভোটের সময় আঙুলে দেওয়া ‘অমোচনীয় কালি’ সহজেই মুছে যাচ্ছে। তারা দাবি করেন, এতে ভোট প্রক্রিয়া নিয়ে সন্দেহ তৈরি হতে পারে।
জিয়াউর রহমান হলের শিক্ষার্থী আকিব বলেন, “ভোট ঠিকভাবে হচ্ছে, তবে কালি অমোচনীয় নয়। এটি স্বচ্ছ নির্বাচনের মান ক্ষুণ্ন করতে পারে।”
বিজ্ঞাপন
একই অভিযোগ করেছেন রহমতুন্নেসা হলের শিক্ষার্থী আশফিয়া তাবাসসুমসহ অন্যরাও।
রাকসু নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি তারা গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছেন। নির্বাচনের স্বচ্ছতা বজায় রাখতে প্রয়োজনে ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞাপন
উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুরু হওয়া রাকসু, সিনেট ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। এবারের নির্বাচনে মোট ভোটার ২৮ হাজার ৯০১ জন, প্রার্থী ৮৬০ জন। নিরাপত্তা নিশ্চিতে ক্যাম্পাসে মোতায়েন রয়েছে দুই হাজার পুলিশ, ৬ প্লাটুন বিজিবি ও ১২ প্লাটুন র্যাব।