কুষ্টিয়ায় জামায়াত নেতা নিখোঁজ, সন্ধানের দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন

বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন কুষ্টিয়া জেলা শাখার অর্থ সম্পাদক ও বাংলাদেশ জামায়াতে ইসলাম মনোনীত খোকসা উপজেলার জয়ন্তীহাজরা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী এবং ইসলামীক সুবক্তা শেখ সাইদুল ইসলাম সাঈদ নিখোঁজ রয়েছেন।
বিজ্ঞাপন
তার সন্ধান চেয়ে মঙ্গলবার (২১ অক্টোবর) কুষ্টিয়া শহরের কোর্টপাড়াস্থ কুষ্টিয়া শহর জামায়াতের স্থানীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করেন তার পরিবার।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিখোঁজ শেখ সাইদুল ইসলামের স্ত্রী সাদিয়া ইসলাম।
তিনি জানান, রবিবার (১৯ অক্টোবর) সকাল ৮টার দিকে শেখ সাইদুল ইসলাম ট্রেনযোগে কুষ্টিয়ার খোকসা থেকে জয়পুরহাটের উদ্দেশ্যে রওনা দেন। তিনি সেখানে একটি ধর্মীয় তাফসির মাহফিলে অংশগ্রহণ করেন এবং মাহফিল শেষে রাত ১০টার দিকে জয়পুরহাট থেকে ফেরার উদ্দেশ্যে ট্রেনে ওঠেন।
বিজ্ঞাপন
সাদিয়া ইসলাম জানান, রাত প্রায় ১টা ২৫ মিনিটের দিকে ভেড়ামারা পৌঁছালে আমার সঙ্গে তার শেষ কথা হয়। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। আমরা আত্মীয়-স্বজনসহ সর্বত্র খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাইনি।
ঘটনার পরদিন শেখ সাইদুল ইসলামের পরিবার খোকসা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। পরিবারের পক্ষ থেকে তারা খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং কুষ্টিয়া পুলিশ সুপারের সঙ্গে যোগাযোগ করেছেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন: চট্টগ্রামে ছাদ ধসে শ্রমিকের মৃত্যু
পুলিশ প্রশাসন তাদের বিষয়টি গুরুত্ব সহকারে দেখার আশ্বাস দিয়েছে বলে জানান সাদিয়া ইসলাম। তিনি প্রশাসনসহ সংশ্লিষ্ট সকল মহলের প্রতি আবেদন জানিয়ে বলেন, “আমার স্বামীকে দ্রুত উদ্ধার করে আমাদের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য আমি সকলের প্রতি অনুরোধ জানাচ্ছি। সংবাদ সম্মেলনে শেখ সাইদুল ইসলামের পরিবারের সদস্যরা ও তার তিন সন্তান উপস্থিত ছিলেন।
এ বিষয়ে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, তার পরিবারের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি করেছে। আমরা তার অবস্থান শনাক্ত করাসহ সকল প্রচেষ্টা অব্যাহত রেখেছি।