নেত্রকোনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা

নেত্রকোনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বিজ্ঞাপন
মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (২২ অক্টোবর) নেত্রকোনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫ উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), নেত্রকোনা জেলা শাখা।
জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুখময় সরকার।
বিজ্ঞাপন
আলোচনা সভায় বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ হচ্ছে ট্রাফিক আইন অমান্য, অযোগ্য চালক, মানহীন যানবাহন ও হেলমেট না পরা।
সভায় বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, পরিবহন মালিক-শ্রমিক সংগঠন ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।