সৌদি প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, ১৬ ভরি স্বর্ণালংকার লুট

শ্রীনগরে এক সৌদি অরব প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার (২০ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার উত্তর বালাশুর এলাকার সৌদি প্রবাসী মিলন জঙ্গীর বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতদল এ সময় ১৬ ভরি স্বর্ণালংকার ও নগদ ৫ লাখ টাকা লুট করে পালিয়ে যায়।
বিজ্ঞাপন
সিসি ক্যামেরার ফুটেজের সূত্র ধরে পুলিশ এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত সন্দেহে ওই বাড়িতে কাজ করতে আসা দুই রাজ মিস্ত্রিকে জিজ্ঞাসাবাদ করছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ৩টার দিকে একটি সংঘবদ্ধ ডাকাত দল কিচেন রুমের জানালার গ্রিল কেটে বিল্ডিংয়ের ভিতরে প্রবেশ করে অস্ত্রের মুখে বাড়ির লোকজনকে জিম্মি করে ফেলে। মুখে কালো মাস্ক পরিহিত ডাকাতরা আলমারি ভেগে ১৬ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট করে পালিয়ে যায়। পরে বাড়ির লোকজনের চিৎকারে আশপাশের লোকজন এসে তাদেরকে উদ্ধার করে। সৌদি আরব প্রবাসী মো. মিলন জঙ্গি ওই এলাকার মো. নুরু জঙ্গির ছেলে। এই ঘটনায় মঙ্গলবার (২১ অক্টোবর) রাত সাড়ে ৮টা প্রতিবেদ লেখা পর্যন্ত সন্দেহভাজন দুই রাজমিস্ত্রিকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
বিজ্ঞাপন
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান বলেন, দুইজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মামলা প্রক্রিয়াধীন।