জামায়াতের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করায় ওসি প্রত্যাহার

গাজীপুর মহানগর পুলিশের পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিরুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার জাহিদ হোসেন ভূঁইয়ার স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে পূবাইল থানা থেকে প্রত্যাহার করে জিএমপি লাইন ওআর-এ যুক্ত করা হয়।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২৮ অক্টোবর) জারি করা ওই আদেশের মাধ্যমে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়।
এর আগে বাংলাদেশ জামায়াতে ইসলামী আমীর ডা. শফিকুর রহমানের এক বক্তব্যের পরিপ্রেক্ষিতে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর মন্তব্য করে আলোচনায় আসেন পুলিশ কর্মকর্তা আমিরুল ইসলাম। তার ফেসবুক মন্তব্যে তিনি লিখেছিলেন— ‘বাংলাদেশে জামায়াতে ইসলামী স্বাধীনতা বিরোধী শক্তি এবং তারা এ দেশে রাজনীতি করতে পারবে কি না, তার জন্য গণভোট প্রয়োজন।’
বিজ্ঞাপন
মন্তব্যটি ভাইরাল হওয়ার পর পূবাইল থানা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অ্যাডভোকেট মোহাম্মদ শামীম হোসেন মৃধা ২০ অক্টোবর জিএমপিতে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
আরও পড়ুন: শ্রীপুরে গভীর রাতে ঝুট গুদামে অগ্নিকাণ্ড
পরে বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে জিএমপি কর্তৃপক্ষ অভিযোগটি তদন্তের জন্য একটি কমিটি গঠন করে। তদন্তের প্রাথমিক পর্যায়ে আমিরুল ইসলামকে তার দায়িত্ব থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।
বিজ্ঞাপন








