বাঞ্ছারামপুরে উৎসবমুখর পরিবেশে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুবসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে বাঞ্ছারামপুর উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বাঞ্ছারামপুর উপজেলার মাওলাগঞ্জ বাজার মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এম এ খালেক পিএসসি।
বিজ্ঞাপন
তিনি বলেন, ফ্যাসিস্ট সরকারের প্রেতাত্মারা সর্বত্রই বিচরণ করছে। তারা উৎ পেতে আছে কোথাও না কোথাও অঘটন ঘটানোর জন্য। তাই আমাদের ঐক্যবদ্ধভাবে সংগ্রাম চালিয়ে যেতে হবে। ফ্যাসিস্ট সরকারের কোনো লোককে আশ্রয় দেওয়া যাবে না। আগামীতে তারা যেন আর ক্ষমতায় ফিরতে না পারে, সে জন্য ঐক্যবদ্ধ থাকা জরুরি।
তিনি আরও বলেন, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান আমাদের বলেছেন— আমরা যেখানেই থাকি, ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধতা ছাড়া সাফল্য অসম্ভব। ধানের শীষের প্রতীকে যাকেই মনোনয়ন দেওয়া হবে, আমরা তার পক্ষেই কাজ করব।
বিজ্ঞাপন
বাঞ্ছারামপুর উপজেলা যুবদলের সদস্য সচিব জিসান সরকারের সভাপতিত্বে এবং পৌর যুবদলের আহ্বায়ক ঈমান আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত এ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার কাজী দবির উদ্দিন, দেওয়ান নাজমুল হুদা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ম.ম. মোহাম্মদ ইলিয়াস, সাবেক যুগ্ম সম্পাদক আমিরুল ইসলাম সাজ্জাদ, যুক্তরাজ্য বিএনপি আইনজীবী ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার নাসের খান অপু, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক ভিপি মজিব, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওমর ফারুক, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন, রেজাউল হক রাব্বি, যুবদল নেতা গিয়াস উদ্দিন ও উপজেলা জাসাসের আহ্বায়ক এম এ সালাম।
সমাবেশ উপলক্ষে বিভিন্ন ইউনিয়ন থেকে হাজারো নেতাকর্মী ডাক-ঢোল বাজিয়ে মিছিল নিয়ে সমাবেশস্থলে উপস্থিত হন।








