Logo

লাকসামে অস্ত্রসহ তিন কিশোর আটক

profile picture
জেলা প্রতিনিধি
কুমিল্লা
২৮ অক্টোবর, ২০২৫, ১৯:৩১
14Shares
লাকসামে অস্ত্রসহ তিন কিশোর আটক
ছবি প্রতিনিধি।

কুমিল্লার লাকসামে অস্ত্রসহ তিন কিশোরকে আটক করেছে স্থানীয় জনতা।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে লাকসাম উপজেলার প্রধান গেইট এলাকায় এ ঘটনা ঘটেছে। স্থানীয়রা সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে ধাওয়া দিলে তিনজনকে আটক করা সম্ভব হয়, তবে তাদের সঙ্গে থাকা আরও কয়েকজন পালিয়ে যায় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

আটককৃতরা হলো— লাকসাম পৌরসভার ফতেহপুর গ্রামের মৃত এরশাদের ছেলে, কামরুল হাসান ফাহিম (১৭), ধামৈছা গ্রামের আবুল কালামের ছেল মিনহাজুর আবেদীন নাঈম (১৫), উত্তরকুল গ্রামের মো. সহিদুল ইসলামের ছেলে মো. জিয়াদুল ইসলাম রিদয় (১৮)।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, আটক কিশোরদের কাছ থেকে একটি দেশীয় অস্ত্র, ধারালো চাকু ও কিছু সন্দেহজনক সামগ্রী উদ্ধার করা হয়েছে। পরে স্থানীয়রা তাদের লাকসাম থানায় হস্তান্তর করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লাকসাম থানার অফিসার ইনচার্জ নাজনীন সুলতানা বলেন, স্থানীয়দের সহযোগিতায় তিন কিশোরকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া, ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন

লাকসাম থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আটক তিনজনকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

এ ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্কের পাশাপাশি স্বস্তিও ফিরে এসেছে যে সময়মতো পদক্ষেপ নেওয়ায় বড় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD