Logo

মাদকসেবন সন্দেহে মারধর প্রাণ বাঁচাতে নদীতে ঝাঁপ, মিলছে না খোঁজ

profile picture
জেলা প্রতিনিধি
কক্সবাজার
২৮ অক্টোবর, ২০২৫, ১৯:২২
8Shares
মাদকসেবন সন্দেহে মারধর প্রাণ বাঁচাতে নদীতে ঝাঁপ, মিলছে না খোঁজ
ছবি প্রতিনিধি।

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের মুহুরীপাড়া বাঁকখালী ব্রীজের পাশে ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দেওয়া এক যুবক এখনো নিখোঁজ রয়েছেন।

বিজ্ঞাপন

সোমবার (২৭ অক্টোবর) রাত আনুমানিক ৯টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের দিকে দুই যুবক বাঁকখালী নদীর পাড়ে ধাওয়া খেয়ে প্রাণ বাঁচাতে নদীতে ঝাঁপ দেন। তাদের মধ্যে সাব্বির মোহাম্মদ আপেল (২১) সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও তার বন্ধু ইব্রাহিম (২০) পানিতে তলিয়ে যান।

বিজ্ঞাপন

নিখোঁজ ইব্রাহিম রশিদনগর ইউনিয়নের উল্টাখালী গ্রামের মোহাম্মদ আলমের ছেলে এবং স্থানীয় এক খাবার হোটেলের কর্মচারী। অপরদিকে বেঁচে ফেরা সাব্বির মোহাম্মদ আপেল পিএমখালী ইউনিয়নের বাংলাবাজার এলাকার আবদুল হাকিমের ছেলে।

নিখোঁজ ইব্রাহিমের পিতা মোহাম্মদ আলম জানান, ইব্রাহিম ও তার বন্ধু আপেল নদীর পাশের একটি পরিত্যক্ত ঘরে মোবাইল গেম খেলছিলেন। এ সময় ঝিলংজা ইউনিয়নের মুহুরীপাড়া এলাকার ৬-৭ জন যুবক তাদের মাদকসেবী সন্দেহে ধরে বেদড়ক মারধর শুরু করে। একপর্যায়ে প্রাণ বাঁচাতে তারা নদীতে ঝাঁপ দেয়। আপেল সাতরে ওপারে উঠলেও ইব্রাহিম তলিয়ে যায়।

বিজ্ঞাপন

ঘটনার সত্যতা নিশ্চিত করে পিএমখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য সাইফুল ইসলাম সোহাগ বলেন, সকালে মানুষের ভিড় দেখে খোঁজ নিয়ে জানতে পারি, ইব্রাহিম নামের এক যুবক নিখোঁজ। তার সঙ্গী আপেল পুরো ঘটনা জানিয়েছে। ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান চালাচ্ছে।

কক্সবাজার ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে তল্লাশি চালাচ্ছে, তবে শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ ইব্রাহিমের কোনো সন্ধান মেলেনি।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD