Logo

পূবাইলে ৩৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

profile picture
উপজেলা প্রতিনিধি
গাজীপুর
২৯ অক্টোবর, ২০২৫, ১৭:২৪
32Shares
পূবাইলে ৩৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
ছবি প্রতিনিধি।

গাজীপুর মহানগরের পূবাইল থানার মিরেরবাজার এলাকায় র‌্যাবের অভিযানে ট্রাকভর্তি ৩৮ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৮ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে এ অভিযান পরিচালিত হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়— কয়েকজন মাদক ব্যবসায়ী নরসিংদীর পাঁচদোনা-ঘোড়াশাল এলাকা থেকে ট্রাকে করে বিপুল পরিমাণ গাঁজা টঙ্গীর দিকে নিয়ে যাচ্ছে। খবর পেয়ে র‌্যাব-১১ এর ডিএডি ও পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) মো. আবু হাসানের নেতৃত্বে একটি টহল দল দ্রুত মিরেরবাজার এলাকায় পৌঁছে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে।

রাত আনুমানিক ৮টা ৫৫ মিনিটে টঙ্গীমুখী একটি হলুদ-নীল রঙের ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৮-৭৫৫৬) থামার সংকেত দিলে চালক ও হেলপার পালানোর চেষ্টা করেন। তবে র‌্যাব সদস্যরা ধাওয়া করে দুজনকেই আটক করেন।

বিজ্ঞাপন

গ্রেফতারকৃতরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার রাজাবাড়ী কান্দি এলাকার মৃত আলী আকবরের ছেলে মো. কুদ্দুস (৩৯) এবং একই এলাকার কালু মিয়ার ছেলে মো. জুম্মান মিয়া (২৭)।

পরবর্তীতে ট্রাক তল্লাশি করে দুইটি পাটের বস্তা থেকে স্কচটেপে মোড়ানো ১৯টি প্যাকেটে মোট ৩৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার বাজারমূল্য প্রায় ৭ লাখ ৬০ হাজার টাকা।

অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়েছে। উদ্ধার ও জব্দ কার্যক্রমের সময় এসআই (নিঃ) মুহাম্মদ কাসিম উপস্থিত থেকে আইনি প্রক্রিয়া অনুসারে জব্দ তালিকা প্রস্তুত করেন।

বিজ্ঞাপন

পরে আসামিদ্বয়কে পূবাইল থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD