দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় শিক্ষক নিহত

দিনাজপুরের বীরগঞ্জে ট্রলি ও ট্রাকের ধাক্কায় মো: মোজাহারুল ইসলাম (৪৭) নামের একজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বিজ্ঞাপন
নিহত মোজাহারুল ইসলাম ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার মাছ খুড়িয়া গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে ও বোচাগঞ্জ কারিগরি স্কুলের শিক্ষক ।
মঙ্গলবার (২৯ অক্টোবর) বেলা ১২টার দিকে তিনি মোটরসাইকেল যোগে নিজ বাড়ি হতে বীরগঞ্জে ব্যক্তিগত কাজে আসেন।
কাজ শেষে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে সন্ধ্যা আনুমানিক ৭টা ৩০ মিনিটের দিকে বীরগঞ্জ উপজেলার সুজালপুর ইউনিয়নের বর্ষা গোপালপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালু বোঝাই ট্রাক্টর দ্রুত ও বেপরোয়া গতিতে এসে তার মোটরসাইকেলে ধাক্কা দেয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন: তেলবাহী লরির ধাক্কায় প্রাণ গেল তরুণীর
এতে তিনি রাস্তার উপর ছিটকে পড়লে পেছন দিক থেকে আসা বীরগঞ্জগামী ঢাকা মেট্রো একটি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। তিনি ঘটনাস্থলেই মারা যান।
নিহতের স্বজন ও স্থানীয় ইউপি সদস্য মো: জালাল উদ্দিন জানান, “আমাদের ভাই মোজাহারুল ইসলাম পেশায় একজন শিক্ষক ছিলেন।
বিজ্ঞাপন
ব্যক্তিগত কাজে বীরগঞ্জে এসে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
খবর পেয়ে বীরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘাতক ট্রাক্টর ও ট্রাক জব্দ করে থানায় নিয়ে আসে। দুর্ঘটনার পর ট্রাক ও ট্রাক্টরের চালক হেলপারেরা পালিয়ে গেছে।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর জানান, নিহত শিক্ষকের বড় ভাই আনোয়ার হোসেন বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। ট্রাক্টর ও ট্রাক থানা হেফাজতে রয়েছে।
বিজ্ঞাপন
কারো কোনো প্রকার আপত্তি না থাকায় লাশ ও তার ব্যবহৃত মোটরসাইকেল স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।








