Logo

সাভারে হত্যা ও গণধর্ষণসহ পৃথক তিন মামলায় গ্রেফতার ৪

profile picture
উপজেলা প্রতিনিধি
ঢাকা
২ নভেম্বর, ২০২৫, ১৬:৫৯
19Shares
সাভারে হত্যা ও গণধর্ষণসহ পৃথক তিন মামলায় গ্রেফতার ৪
ছবি: সংগৃহীত

সাভারে হত্যাও গণধর্ষণসহ পৃথক তিন মামলায় ৪ জনকে গ্রেফতার করছে সাভার মডেল থানা পুলিশ।

বিজ্ঞাপন

রবিবার (২ নভেম্বর) দুপুরে সাভার মডেল থানায় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম।

পুলিশ জানায় সাভারের ডেইরী ফার্ম থেকে গত ১৭ অক্টোবর অটোরিক্সা চালক ফজলে রাব্বি নিখোঁজ হয়। ৩০ অক্টোবর সন্ধ্যায় সাভারের কলমা এলাকার একটি জঙ্গল থেকে রাব্বির বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় জড়িত থাকার অপরাধে গত (শনিবার) রাতে গ্রেফতার করা হয় কলমা এলাকার আবির হোসেন রাতুল ও ফাহিমা আক্তার ইতি নামে দুইজনকে। পরক্রীয়ার জেরে ফজলে রাব্বিকে ওই জঙ্গলে নিয়ে খুন করে বলে পুলিশের কাছে স্বীকার করেছে।

বিজ্ঞাপন

এদিকে, রবিবার (২ নভেম্বর) ভোরে জাহাঙ্গীরনগর হাউজিং সোসাইটির মোল্লা নগর এলাকা থেকে তানজিদুর রহমান তানজিল নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করে সাভার মডেল থানা পুলিশ। তানজিল নিষিদ্ধ ঘোষিত সংগঠন সাভার উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি বলে জানায় পুলিশ।

পৃথক ঘটনায় এক এনজিও কর্মী তরুনীকে গণ ধর্ষণের অভিযোগে সাভারের ফুলবাড়িয়া থেকে দেলোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

সাভারে হত্যা ও গণধর্ষণসহ পৃথক তিন মামলায় গ্রেফতার ৪