Logo

‘ঈশ্বরগঞ্জ যুবদলের মাধ্যমেই বিএনপি এগিয়ে যাবে’

profile picture
জেলা প্রতিনিধি
ময়মনসিংহ
২ নভেম্বর, ২০২৫, ১৭:৩৭
23Shares
‘ঈশ্বরগঞ্জ যুবদলের মাধ্যমেই বিএনপি এগিয়ে যাবে’
ছবি: প্রতিনিধি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী।

বিজ্ঞাপন

শনিবার (১ নভেম্বর) বিকেলে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে একটি বিশাল র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

র‌্যালিটি ঈশ্বরগঞ্জ উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চরনিখলা দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভা থেকে হাজারো নেতাকর্মী অংশগ্রহণে পুরো এলাকা উৎসবে মুখর হয়ে ওঠে।

বিজ্ঞাপন

সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান জুয়েল, সঞ্চালনা করেন উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি ফরিদ উদ্দিন মন্ডল।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য শাহ নুরুল কবির শাহীন।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম চকদার ঝুলন ও পৌর বিএনপির আহ্বায়ক সাইদুল হক প্রমুখ।

বিজ্ঞাপন

সাবেক সংসদ সদস্য শাহ নুরুল কবির শাহীন তার বক্তব্যে বলেন,তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে যুবদলকে অগ্রণী ভূমিকা নিতে হবে। সাধারণ মানুষের দোরগোড়ায় বিএনপির বার্তা পৌঁছে দিতে হবে। ধানের শীষের বিজয় নিশ্চিত করতে যুবদলকে সংগঠিত ও ঐক্যবদ্ধ থাকতে হবে।যুবদলের মাধ্যমেই বিএনপি এগিয়ে যাবে। যুবকরাই হচ্ছে দলের প্রাণশক্তি তাদের আদর্শ ও সংগ্রামেই গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই সফল হবে।

বক্তারা বলেন, ৪৭ বছর ধরে যুবদল দেশের গণতন্ত্র রক্ষায় ভূমিকা রেখে আসছে। আজও যুবদল মাঠে থেকে মানুষের অধিকার আদায়ে সংগ্রাম করছে।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD