Logo

সীমান্তে ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ফেন্সিডিল ও গাঁজা জব্দ

profile picture
জেলা প্রতিনিধি
লালমনিরহাট
৩ নভেম্বর, ২০২৫, ১৬:০৩
9Shares
সীমান্তে ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ফেন্সিডিল ও গাঁজা জব্দ
ছবি প্রতিনিধি।

লালমনিরহাট সীমান্তে ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল ও গাঁজা জব্দ করেছে বিজিবি।

বিজ্ঞাপন

বিজিবি সূত্রে জানা যায়, ঝাউরানী বিওপি’র বিশেষ টহলদল ০২ ও ০৩ নভেম্বর পৃথক দুটি অভিযানে খামারভাতী এলাকায় ভারতীয় ফেন্সিডিল ৮৩ বোতল ও গাঁজা ৪৪ কেজি উদ্ধার করে। অভিযানের সময় চোরাকারবারীরা মাদক ফেলে ভারতে পালিয়ে যায়।

উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৮০ হাজার ২০০ টাকা বলে জানিয়েছে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)।

বিজ্ঞাপন

ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত। সীমান্তে গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা আরও জোরদার করা হয়েছে।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD