Logo

লালমনিরহাটে উচ্ছেদ অভিযানে ১৬০ দোকান গুড়িয়ে দিল প্রশাসন

profile picture
জেলা প্রতিনিধি
লালমনিরহাট
৩ নভেম্বর, ২০২৫, ১৬:১৯
11Shares
লালমনিরহাটে উচ্ছেদ অভিযানে ১৬০ দোকান গুড়িয়ে দিল প্রশাসন
ছবি: প্রতিনিধি

লালমনিরহাটের হাতীবান্ধা হাটে দীর্ঘদিনের অব্যবস্থাপনা, অপরিচ্ছন্ন পরিবেশ ও হাটের জায়গা দখলের অভিযোগে ১৬০টি দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।

বিজ্ঞাপন

সোমবার (৩ নভেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম মিয়ার উপস্থিতিতে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে ব্যবসায়ীরা অনুরোধ জানালে মালামাল সরিয়ে নেওয়ার জন্য দুই ঘণ্টা সময় দেওয়া হয়। পরে তারা স্বেচ্ছায় স্থাপনা ও মালামাল সরিয়ে নেন।

অভিযান চলাকালে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা রন্টি পোদ্দার, হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন্নবী এবং সিন্দুর্ণা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট আরিফুল ইসলাম।

বিজ্ঞাপন

এ সময় হাতীবান্ধা উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা রন্টি পোদ্দার বলেন, ‘হাটের জায়গা বে-দখল হয়ে আছে এবং সরকার লাখ লাখ টাকা রাজস্ব হারাচ্ছে। তাই উচ্ছেদ অভিযান চালিয়ে প্রকৃত ব্যবসায়ীদের ঘর বরাদ্দ দেওয়া হবে।’

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD