Logo

পীরগঞ্জে তিনজন সাংবাদিকের উপর হামলার ঘটনায় গ্রেফতার ১

profile picture
উপজেলা প্রতিনিধি
পঞ্চগড়
৩ নভেম্বর, ২০২৫, ১৫:১৮
13Shares
পীরগঞ্জে তিনজন সাংবাদিকের উপর হামলার ঘটনায় গ্রেফতার ১
প্রতীকী ছবি

রংপুরের পীরগঞ্জে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) তিন সাংবাদিককে মারপিটের ঘটনায় জড়িত থাকার অভিযোগে রোববার (২ নভেম্বর) রাতে আশিকুর রহমান নামে এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত আশিক উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপুর শালপাড়ার আজাদুল ইসলামের ছেলে।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই দিন গভীর রাতে পুলিশ আশিকুর রহমানকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি আশিকুর রহমানকে কোর্ট হাজতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত ১২ মার্চ ২০২৫ সাংবাদিক আব্দুর রহিম, সাংবাদিক রতন মিয়া, সাংবাদিক আশিকুর রহমান স্থানীয় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বিভিন্ন তথ্য সংগ্রহ করতে যায়। অধ্যক্ষকে না পেয়ে ফেরার সময় প্রশিক্ষণের জন্য ব্যবহৃত বিকল মাইক্রো গাড়ি ঠেলে নিয়ে যাওয়ার দৃশ্য ভিডিও ধারণ করে। এ সময় বাঁধন, আব্দুল মান্নান, শাহজাহান ও সোহাগের নেতৃত্বে অজ্ঞাতনামা ১০/১২ জন যুবক তাদের মোবাইল কেড়ে নিয়ে মারপিট করলে ওই তিনজন সাংবাদিক গুরুতর আহত হয়। এ ঘটনায় সাংবাদিক রতন মিয়া বাদি হয়ে পীরগঞ্জ থানায় মামলা দায়ের করে।

বিজ্ঞাপন

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, অভিযোগ ও ভিডিও ফুটেজের ভিত্তিতে এ ঘটনা জড়িত থাকা পালাতক আসামি আশিকুর রহমানকে গ্রেফতার করা হয়েছে এবং জড়িত অন্যান্যদের দ্রুত গ্রেফতারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD