Logo

কৃষি কর্মকর্তাকে মারধর করলেন ছাত্রদল নেতা, অত:পর বহিষ্কার

profile picture
জেলা প্রতিনিধি
শেরপুর
৬ নভেম্বর, ২০২৫, ১৩:৫৯
8Shares
কৃষি কর্মকর্তাকে মারধর করলেন ছাত্রদল নেতা, অত:পর বহিষ্কার
ছবি: সংগৃহীত

শেরপুরের নকলা উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদীকে মারধর ও হেনস্তা করার অভিযোগে নকলা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাহাত হাসান কাইয়ুমকে ছাত্রদল থেকে বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির সিদ্ধান্ত অনুমোদন করেছেন। রাহাত হাসানকে প্রাথমিক সদস্য পদসহ সকল সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞাপন

ঘটনার সূত্রে জানা যায়, বুধবার (৫ নভেম্বর) দুপুরে রাহাত হাসান কাইয়ুম ও তার সহযোগী ফজলু উপজেলা কৃষি কর্মকর্তার অফিসে প্রবেশ করেন। তারা জানতে চান, কৃষি প্রণোদনা কারা পেয়েছে এবং ছাত্রদলের জন্য কত ভাগ রাখা হয়েছে।

সরকারি কর্মকর্তা জানান, প্রণোদনা প্রকৃত কৃষকদের জন্য এবং রাজনৈতিক ভিত্তিতে ভাগ দেওয়ার সুযোগ নেই। এতে ক্ষিপ্ত হয়ে রাহাত ও ফজলু অকথ্য ভাষায় গালিগালাজ ও শারীরিক হেনস্তা শুরু করেন।

এক পর্যায়ে রাহাত কাইয়ুম কর্মকর্তাকে সজোরে চড় মারে এবং টানেহিঁচড়ে অফিসের বাইরে নিয়ে আসে। ভিডিও ফুটেজ সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। ওই ঘটনায় রাতেই নকলা থানায় মামলা দায়ের করা হয়, আসামি হিসেবে রাখা হয়েছে রাহাত হাসান কাইয়ুম ও ফজলুকে।

বিজ্ঞাপন

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাশেম জানিয়েছেন, কৃষি কর্মকর্তার মারধরের ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

শেরপুর জেলা পুলিশ সুপার আমিনুল ইসলামও নিশ্চিত করেছেন যে গ্রেফতারের চেষ্টা চলছে।

ছাত্রদলের জেলা সভাপতি হাসেম সিদ্দিকী বলেন, একজন কর্মরত সরকারি কর্মকর্তার প্রতি শারীরিক হেনস্থা কখনোই গ্রহণযোগ্য নয়। আমরা ঘটনা যাচাই করে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছি।

বিজ্ঞাপন

সাধারণ সম্পাদক নাইম হাসান উজ্জ্বলও বলেন, মামলার প্রেক্ষিতে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে রাহাত হাসানকে বহিষ্কার করা হয়েছে।

এ ঘটনায় বাংলাদেশ সিভিল সার্ভিস (কৃষি) অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির আহবায়ক মো. সাহিনুল ইসলাম তীব্র নিন্দা জানিয়ে সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন

ঘটনার পর রাহাত হাসান কাইয়ুমের মোবাইল বন্ধ পাওয়া গেছে। বুধবার রাতে নকলা উপজেলা ও কলেজ শাখা ছাত্রদলের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে কৃষি কর্মকর্তাকে মারধরের অভিযোগ অস্বীকার করা হয়। তবে ভিডিও ফুটেজ ও সাক্ষ্য প্রমাণে বিষয়টি সমাজমাধ্যমে ও স্থানীয়ভাবে ব্যাপক আলোচিত হচ্ছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD