মনোনয়নবঞ্চিত গোলাম মোস্তফার সমর্থকদের বিক্ষোভ ও মশাল মিছিল

জয়পুরহাট-২ আসনে বিএনপির মনোনয়ন না পাওয়ায় সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফার কর্মী ও সমর্থকরা বুধবার (৫ নভেম্বর) রাত ৮টার দিকে আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ও রায়কালী বাজারে বিক্ষোভ ও মশাল মিছিল করেছে। তারা বিএনপির সদ্য মনোনয়ন পাওয়া প্রার্থী আব্দুল বারীকে তাদের দাবির কেন্দ্রবিন্দুতে আনার পাশাপাশি তার মনোনয়ন বাতিল করে পুনরায় গোলাম মোস্তফাকে মনোনয়ন দেয়ার দাবি জানায়।
বিজ্ঞাপন
বিক্ষোভকারীরা আব্দুল বারীকে ‘অতিথি পাখি’ আখ্যা দিয়ে স্লোগান দিতে থাকেন, “অতিথি পাখিকে চাই না, তাকে মানি না, মানবো না।”
তাদের অভিযোগ, দীর্ঘ ১৭ বছর ধরে মাঠে থাকা, দলীয় সংগ্রাম ও আন্দোলনে পরীক্ষিত নেতা গোলাম মোস্তফাকে বঞ্চিত করে বহিরাগত ও অরাজনৈতিক ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
বিক্ষোভ ও মশাল মিছিলে নেতৃত্ব দেন গোপীনাথপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আপেল মাহমুদ বকুল, সাবেক আহ্বায়ক হুমায়ুন কবির রানা, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, রায়কালী ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি মতিউর রহমান মতু, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান, সাবেক সহ-সভাপতি আবুল খায়ের ও স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শরিফ মেম্বার। এছাড়া ছাত্রদল, যুবদল ও বিএনপির বিভিন্ন পর্যায়ের শত শত নেতা-কর্মীও উপস্থিত ছিলেন।
বিক্ষোভ পরবর্তী সমাবেশে নেতারা বলেন, জয়পুরহাট-২ আসনের রাজনৈতিক বাস্তবতা সম্পর্কে অজানা একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা হঠাৎ মনোনয়ন পাওয়ায় দলীয় নেতা-কর্মীদের মধ্যে অস্থিরতা তৈরি হয়েছে।
তারা উল্লেখ করেন, এই ব্যক্তি এলাকায় কখনও রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেননি এবং স্থানীয় জনগণও তাকে চেনে না। তাই দলের নীতি নির্ধারকদের কাছে আহ্বান জানান, গোলাম মোস্তফাকে পুনরায় মনোনয়ন দেওয়ার জন্য দ্রুত পদক্ষেপ করা হোক।
বিজ্ঞাপন
গোপীনাথপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আপেল মাহমুদ বকুল বলেন, গোলাম মোস্তফাসহ আমরা দীর্ঘদিন আওয়ামী লীগ সরকারের অত্যাচার সহ্য করে রাজপথে টিকে ছিলাম। বিপরীতভাবে আব্দুল বারী হঠাৎ এসে কেন্দ্রীয় নেতাদের ভুল বুঝিয়ে মনোনয়ন পেয়েছেন। এটি দলের জন্য গ্রহণযোগ্য নয়। অবিলম্বে তার মনোনয়ন বাতিল করা হোক।
রায়কালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মতিউর রহমান মতু বলেন, দুর্দিনের নির্যাতিত সাবেক সংসদ সদস্য গোলাম মোস্তফাকে পুনরায় মনোনয়ন দেওয়ার জন্য চেয়ারপারসন বেগম খালেদা জিয়া-এর প্রতি আমাদের আহ্বান। দলের দীর্ঘদিনের সদস্য ও নেতা হিসেবে তিনি জনগণের আস্থা ও সমর্থন অর্জন করেছেন।
বিজ্ঞাপন
জয়পুরহাট-২ আসনের বিএনপি কর্মী ও সমর্থকদের এই বিক্ষোভ প্রদর্শন করে দলের মনোনয়ন প্রক্রিয়ার প্রতি অসন্তোষ এবং পুনর্বিবেচনার দাবি আরও দৃঢ়ভাবে তুলে ধরেছে।








