রাজবাড়ীতে রাসেলস ভাইপারের কামড়ে কৃষকের মৃত্যু

রাজবাড়ীর কালুখালী উপজেলার কৃষ্ণনগর গ্রামে বিষধর রাসেলস ভাইপারের কামড়ে বাদশা শেখ (৪২) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে বাড়ির পাশের ডোবার কচুরিপানা পরিষ্কার করার সময় সাপটি তাকে কামড় দেয়। নিহত বাদশা শেখ রতনদিয়া ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের মনির উদ্দিন শেখের ছেলে। তিনি স্ত্রী, এক মেয়ে ও দুই ছেলেকে রেখে গেছেন।
স্থানীয়রা জানান, সকাল ৬টার দিকে বাদশা শেখ ডোবার কচুরিপানা তুলছিলেন। হঠাৎ রাসেলস ভাইপার সাপ কামড় দিলে তিনি প্রথমে স্থানীয় এক কবিরাজের কাছে যান। সেখানে অচেতন হয়ে পড়লে পরিবার দ্রুত তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নেয়। তবে সকাল সাড়ে ৭টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
রতনদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন বলেন, “বাদশা শেখ নামের একজন কৃষক সাপে কামড়ে মারা গেছেন। এই ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তিনি ছিলেন পরিশ্রমী ও ভদ্র স্বভাবের মানুষ।”








