Logo

সোনারগাঁয়ে রাস্তায় পড়ে রইল ওএমএসের চালের বস্তা

profile picture
উপজেলা প্রতিনিধি
নারায়ণগঞ্জ
৬ নভেম্বর, ২০২৫, ১৬:৩১
13Shares
সোনারগাঁয়ে রাস্তায় পড়ে রইল ওএমএসের চালের বস্তা
ছবি: প্রতিনিধি

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে সরকারি ওএমএস (ওপেন মার্কেট সেল) এর চালের একটি বস্তা পড়ে থাকতে দেখা গেছে। ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

ঘটনাটি ঘটেছে নোয়াগাঁও ইউনিয়নের লাধুরচর টিটিরবাড়ি বাজার এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার গভীর রাতে এক ব্যক্তি বাজারের পাশের রাস্তায় চালের বস্তাটি পড়ে থাকতে দেখে সেটি রাস্তার পাশে সরিয়ে রাখেন। পরদিন সকালে খবরটি এলাকাজুড়ে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা শুরু হয়। তাদের ধারণা, রাতের আঁধারে ট্রাকে করে সরকারি ওএমএসের চাল পরিবহনের সময় বস্তাটি পড়ে যায়।

বিজ্ঞাপন

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক দোকানদার বলেন, রাত প্রায় ১২টার দিকে একটা ট্রাককে এই রাস্তায় যেতে দেখি। পরে সকালে শুনি সরকারি চালের বস্তা পড়ে ছিল। কীভাবে পড়ল, সেটা কেউ জানে না, ওএমএসের চাল নিয়ে অনেক কথাবার্তা চলে। এসব বস্তা যদি সত্যিই সরকারি হয়, তাহলে বিষয়টা তদন্ত করা উচিত।

স্থানীয় ব্যক্তিরা বলেন, সরকারের চাল গরিব মানুষের জন্য, কিন্তু মাঝে মাঝে এসব চাল বাজারে বিক্রি হয়ে যায়। এমন অনিয়ম বন্ধ করা দরকার।

জানা গেছে, ওই ইউনিয়নের টিটিরবাড়ি এলাকায় ওএমএসের ডিলার হিসেবে দায়িত্ব পালন করছেন ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সেলিম ভূইয়া। একাধিক সূত্রের দাবি, অবৈধভাবে গত জুন মাসে তিনি অর্থ লেনদেনের মাধ্যমে ডিলারশিপ নেন, ধারণা করা হচ্ছে রাতের আধারে তার গোডাউন থেকে মাল সরানোর সময় এই চাউলের বস্তা রাস্তায় পড়ে যায়। তবে এলাকাবাসীর দাবি, সরকারি ওএমএস পণ্য পরিবহনে স্বচ্ছতা ও নজরদারি বাড়াতে হবে, যাতে এমন অনিয়ম বা অবহেলার পুনরাবৃত্তি না ঘটে।

বিজ্ঞাপন

এ বিষয়ে সেলিম ভূইয়া বলেন, চালের বস্তা পড়ে থাকার বিষয়ে আমি কিছুই জানি না। আমার দোকানের কর্মীরা নিয়মিতভাবে সরকার নির্ধারিত নিয়মে চাল বিক্রি করছে। বিষয়টি আমি খতিয়ে দেখব।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD