জয়পুরহাটে বিএনপির মনোনয়নকে ঘিরে ধাওয়া–পাল্টা ধাওয়া, আহত ২

জয়পুরহাটে বিএনপির মনোনয়নকে কেন্দ্র করে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া–পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) বেলা ১১টার দিকে আক্কেলপুর পৌর এলাকায় এ সংঘর্ষ হয়েছেন।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা যায়, মনোনয়ন বঞ্চিত সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফার সমর্থকরা উপজেলা পরিষদ এলাকায় সমবেত হন।
এ সময় ধানের শীষ প্রতীক পাওয়া প্রার্থী সাবেক ডিসি ও সচিব আব্দুল বারীর সমর্থকরা সেখানে গিয়ে হামলা চালান। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া–পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোস্তফা গ্রুপের দুইজন আহত হন।
বিজ্ঞাপন
আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম বলেন, ‘সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছিল। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’








