আগামীকাল ২২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির পাইপলাইনের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামীকাল শুক্রবার (৭ নভেম্বর) সকাল থেকে ঢাকা ও গাজীপুরের বেশ কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৬ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
বার্তায় বলা হয়, তিতাস গ্যাসের পাইপলাইনের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শুক্রবার সকাল ৯টা থেকে শনিবার (৮ নভেম্বর) সকাল ৭টা পর্যন্ত মোট ২২ ঘণ্টা কড্ডা, কোনাবাড়ি, জরুন, সুরাবাড়ি, কাশিমপুর, মৌচাক, সফিপুর, চন্দ্রা, কালিয়াকৈর, শ্রীপুর, নবীনগর, সাভার ক্যান্টনমেন্ট, আশুলিয়া, জিরাবো ও এর কাছাকাছি এলাকার সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
বিজ্ঞাপন
আরও পড়ুন: ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন
তিতাস গ্যাস জানিয়েছে, রক্ষণাবেক্ষণ কাজ সম্পন্ন হলে স্বাভাবিকভাবে গ্যাস সরবরাহ চালু করা হবে। এ সময় সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস।








