Logo

২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন

profile picture
নিজস্ব প্রতিবেদক
৬ নভেম্বর, ২০২৫, ১৬:৩৯
116Shares
২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন
ছবি: সংগৃহীত

আসন্ন ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে পরিষদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, উপদেষ্টা পরিষদের বৈঠকে আগামী বছরের জন্য নির্বাহী আদেশে ও সাধারণ ছুটি মিলিয়ে মোট ২৬ দিন ছুটি নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৯টি ছুটি পড়েছে শুক্র ও শনিবারে, ফলে কার্যকর সরকারি ছুটি থাকবে ১৭ দিন।

বিজ্ঞাপন

প্রেস সেক্রেটারি বলেন, ২০২৬ সালের ছুটির সূচিতে ধর্মীয় ও জাতীয় গুরুত্বপূর্ণ দিনগুলোর পাশাপাশি ঐচ্ছিক ছুটির তালিকাও নির্ধারণ করা হয়েছে।

সরকার শিগগিরই প্রজ্ঞাপন জারি করবে, যাতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলো আগেভাগেই তাদের বার্ষিক কার্যসূচি নির্ধারণ করতে পারে।

বিজ্ঞাপন

এদিকে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ২০২৬ সালের ছুটির তালিকা প্রস্তুতের সময় কর্মদিবসের ভারসাম্য ও উৎপাদনশীলতা বিবেচনায় রেখে ছুটি নির্ধারণ করা হয়েছে, যাতে সরকারি সেবা কার্যক্রমে কোনো বিঘ্ন না ঘটে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD