২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন

আসন্ন ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে পরিষদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, উপদেষ্টা পরিষদের বৈঠকে আগামী বছরের জন্য নির্বাহী আদেশে ও সাধারণ ছুটি মিলিয়ে মোট ২৬ দিন ছুটি নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৯টি ছুটি পড়েছে শুক্র ও শনিবারে, ফলে কার্যকর সরকারি ছুটি থাকবে ১৭ দিন।
বিজ্ঞাপন
প্রেস সেক্রেটারি বলেন, ২০২৬ সালের ছুটির সূচিতে ধর্মীয় ও জাতীয় গুরুত্বপূর্ণ দিনগুলোর পাশাপাশি ঐচ্ছিক ছুটির তালিকাও নির্ধারণ করা হয়েছে।
সরকার শিগগিরই প্রজ্ঞাপন জারি করবে, যাতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলো আগেভাগেই তাদের বার্ষিক কার্যসূচি নির্ধারণ করতে পারে।
বিজ্ঞাপন
এদিকে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ২০২৬ সালের ছুটির তালিকা প্রস্তুতের সময় কর্মদিবসের ভারসাম্য ও উৎপাদনশীলতা বিবেচনায় রেখে ছুটি নির্ধারণ করা হয়েছে, যাতে সরকারি সেবা কার্যক্রমে কোনো বিঘ্ন না ঘটে।








