Logo

রূপপুর পারমাণবিক প্রকল্পে কাঠের স্তূপে অগ্নিকাণ্ড

profile picture
জেলা প্রতিনিধি
পাবনা
৬ নভেম্বর, ২০২৫, ১৬:৩৩
10Shares
রূপপুর পারমাণবিক প্রকল্পে কাঠের স্তূপে অগ্নিকাণ্ড
ফাইল ছবি।

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এলাকায় পরিত্যক্ত কাঠের স্তূপে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুর ১২টা ৩২ মিনিটের দিকে আগুন লাগে বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। খবর পেয়ে এক মিনিটের মধ্যেই ৩০০ গজ দূরের স্টেশন থেকে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়।

ফায়ার সার্ভিস জানায়, রূপপুর মডার্ন, গ্রীন সিটি, রূপপুর অস্থায়ী এবং ঈশ্বরদী স্টেশন থেকে মোট আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। শেষ পর্যন্ত দুপুর ১টা ১৫ মিনিটের দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

বিজ্ঞাপন

তবে এই আগুন কীভাবে লেগেছে, সে বিষয়ে এখনও জানা যায়নি।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD