Logo

মাহফিলে সাংবাদিক নিষেধাজ্ঞা, মনোনয়ন বিক্রির মন্তব্যে তীব্র সমালোচনা

profile picture
জেলা প্রতিনিধি
চুয়াডাঙ্গা
৬ নভেম্বর, ২০২৫, ১৮:১২
39Shares
মাহফিলে সাংবাদিক নিষেধাজ্ঞা, মনোনয়ন বিক্রির মন্তব্যে তীব্র সমালোচনা
ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়নের ফরিদপুর গ্রামে অনুষ্ঠিত তিন দিনব্যাপী ৪১তম তাফসিরুল কুরআন মাহফিলের শেষ দিনে সাংবাদিকদের উপস্থিতি সীমিত করার ঘটনা এলাকায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

বিজ্ঞাপন

সোমবার রাতে শেষ দিনে মুফতি আমির হামজা, তিনি কুষ্টিয়া-৩ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী, প্রধান তাফসিরকার হিসেবে উপস্থিত ছিলেন।

মাহফিলের সময় হঠাৎ মঞ্চ থেকে মাইকে ঘোষণা করা হয়, কেউ মোবাইল ফোন বা ক্যামেরায় ভিডিও ধারণ বা লাইভ সম্প্রচার করতে পারবে না। এ ঘোষণার পর উপস্থিত মিডিয়া কর্মীরা বাধ্য হয়ে স্থান ত্যাগ করেন। স্থানীয় সাংবাদিকদের অভিযোগ, এটি ধর্মীয় মাহফিলের জনসাধারণের তথ্যপ্রাপ্তি ও সংবাদ সংক্রান্ত স্বাধীনতার ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে।

বিজ্ঞাপন

তাফসিরের একপর্যায় মুফতি আমির হামজা বলেন, কিছু দল, বিশেষ করে বিএনপি মনোনয়ন বিক্রি করছে। এই মন্তব্যে স্থানীয় বিএনপি নেতারা ক্ষোভ প্রকাশ করেন।

জামায়াতের স্থানীয় নেতারা জানান, আমির হামজা কোনো দলনির্দিষ্ট বক্তব্য দেননি। যদিও বিএনপি নেতাদের মতে, সরাসরি দলের নাম উল্লেখ করা হয়েছে। এসময় দুই দলের মধ্যে কথা-কাটাকাটিও হয়। পরিস্থিতি বঙ্গোপসাগরের শৈল্য অনুযায়ী শান্ত হয়, সিনিয়র নেতাদের হস্তক্ষেপে।

আলমডাঙ্গা উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুন ঘটনার ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, সোশ্যাল মিডিয়ায় ভিডিও প্রকাশ এড়ানোর জন্য কেন্দ্রীয়ভাবে সতর্কতা দেওয়া হয়েছিল। সাংবাদিকদের ভিডিও ধারণ নিষিদ্ধ করা মুফতি নিজে মনগড়াভাবে বলেছিলেন। এটি অবশ্যই নিন্দনীয়।

বিজ্ঞাপন

মুফতি আমির হামজার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি বক্তব্য দিতে পারেননি।

এই ঘটনায় স্থানীয় সাংবাদিকরা প্রশ্ন তুলেছেন, একটি ধর্মীয় মাহফিলে কেন সাংবাদিকরা নিষিদ্ধ? তারা জানিয়েছেন, বিষয়টি জনগণের জানার অধিকার ও সংবাদপত্রের দায়িত্বের সঙ্গে সম্পর্কিত। সামাজিক মাধ্যমেও ব্যাপক সমালোচনা ছড়িয়ে পড়েছে। অনেকের ধারণা, মাহফিলের রাজনৈতিক মন্তব্য ও নির্বাচনী ইঙ্গিত এড়াতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

তথ্য অনুযায়ী, মুফতি আমির হামজা গত মে মাসে কুষ্টিয়া জেলা জামায়াতের এক সভায় কুষ্টিয়া-৩ আসনে দলের সম্ভাব্য প্রার্থী হিসেবে মনোনয়ন পান। যদিও তিনি কেন্দ্রীয় কোনো পদে নেই, দলের ওলামা শাখায় সক্রিয়। ধর্মীয় বক্তা হিসেবে তিনি দীর্ঘদিন পরিচিত, তবে সাম্প্রতিক সময়ে তার বক্তব্যে রাজনৈতিক ইঙ্গিত রয়েছে কি না, তা নিয়েও আলোচনা চলছে।

মাহফিলের অনুষ্ঠানিক ও ধর্মীয় আয়োজকরা এই ঘটনায় কোনো সুস্পষ্ট ব্যাখ্যা দেননি। তবে রাজনৈতিক ইঙ্গিত ও নির্বাচনী মনোনয়ন বিষয়ে স্থানীয় সূত্রের ধারণা, সাংবাদিক নিষিদ্ধ করার সিদ্ধান্ত তার বক্তব্যের রাজনৈতিক সংবেদনশীলতার কারণে নেওয়া হতে পারে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD