উদ্যোগ আর উৎসবের মিলন: বিসিক মেলা

বিকেল গড়িয়ে আসতেই গাজীপুরের ভাওয়াল রাজবাড়ী মাঠে নেমে আসে উৎসবের বন্যা। রঙিন বেলুনে সাজানো প্রবেশদ্বার, পাশেই ঘূর্ণায়মান নাগরদোলা আর শিশুর হাসির কলরব—সব মিলিয়ে চারদিকে উৎসবের আমেজ।
বিজ্ঞাপন
এভাবেই পর্দা ওঠে ‘তারুণ্যের উৎসব ২০২৫’, যার মূল প্রতিপাদ্য হলো: ‘নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে—এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই।’
বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেল ৩টায় আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি নাফিসা আরেফীন, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, গাজীপুর। বিশেষ অতিথি ছিলেন আহাম্মদ হোসেন ভূঁইয়া, উপপরিচালক (উপসচিব), স্থানীয় সরকার, গাজীপুর, এবং এস. এম. শফিকুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (লজিস্টিকস অ্যান্ড ট্রান্সপোর্ট), গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।
স্বাগত বক্তব্য দেন মোঃ আজহারুল ইসলাম, উপব্যবস্থাপক, বিসিক জেলা কার্যালয়, গাজীপুর। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোঃ শাহরিয়ার নজির, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা), গাজীপুর।
বিজ্ঞাপন
দর্শনার্থীদের উপচে পড়া ভিড়ে জমে উঠেছে মেলা প্রাঙ্গণ। রয়েছে নাগরদোলা, শিশুদের ট্রেন, খেলাধুলার নানা আয়োজন, সঙ্গে খাদ্যপণ্য, হস্তশিল্প, পোশাক, কৃষিপণ্য, প্রযুক্তি উদ্ভাবন ও গ্রামীণ ঐতিহ্যবাহী পণ্যে ভরা শতাধিক স্টল। শিশুরা মেতে উঠেছে খেলায়, আর বড়রা খুঁজে নিচ্ছেন স্থানীয় উদ্যোক্তাদের হাতে তৈরি নানা পণ্য।
বিকাল থেকেই মঞ্চে শুরু হয় জেলা শিল্পকলা একাডেমির সাংস্কৃতিক পরিবেশনা, যেখানে স্থানীয় শিল্পীদের গান, নাচ ও আবৃত্তিতে মুখর হয়ে ওঠে রাজবাড়ী মাঠ।
বিজ্ঞাপন
আয়োজকরা জানান, মেলার মূল উদ্দেশ্য হলো তরুণ প্রজন্মকে উদ্ভাবনী উদ্যোগে অনুপ্রাণিত করা, নারী ও স্থানীয় উদ্যোক্তাদের অংশগ্রহণ বৃদ্ধি করা এবং স্থানীয় উদ্যোগকে সমর্থন প্রদান করা।
রঙিন আলো আর আনন্দঘন আবহে ভাওয়াল রাজবাড়ী মাঠ এখন এক প্রাণবন্ত মেলার দৃশ্য। ‘তারুণ্যের উৎসব ২০২৫’ কেবল মেলা নয়—এটি নতুন প্রজন্মের স্বপ্ন, উদ্ভাবন, উদ্যোগ ও দেশ গড়ার অঙ্গীকারের প্রতিফলন।








