মঈন চেয়ারম্যানকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে জীবননগরে সংবাদ সম্মেলন

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা বিএনপির সিনিয়ন যুগ্ন সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদলের আহবায়ক সাবেক ইউপি চেয়ারম্যান মঈন উদ্দিন ময়েনের বিরুদ্ধে ফেসবুক ও সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচার ও গুজবের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে সীমান্ত ইউনিয়ন বিএনপির সভাপতি ডা: ওসমান গনির সভাপতিত্বে গোয়ালপাড়া বাজারে আয়োজিত সংবাদ সম্মেলনে ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম লিখিত বক্তব্য পাঠ করেন।
লিখিত বক্ত্যবে অভিযোগ করেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিএনপির জনপ্রিয়তা নষ্ট করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মঈন উদ্দীন ময়েনসহ কয়েকজন নেতাকে জড়িয়ে সম্প্রতি গোয়ালপাড়া থেকে ৫ জন অপহরণের মিথ্যা গুজব মনগড়া বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে তার রাজনৈতিক কেরিয়ার নষ্ট করার জন্য।
বিজ্ঞাপন
সংবাদ সম্মেলনে এসব অপপ্রচার বন্ধ ও বিষয়টি তদন্তের দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে অপহরণের পর উদ্ধার হওয়া চারজন ভিকটিমও উপস্থিত ছিলেন। তার সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই ঘটনার সঙ্গে কোনোভাবেই ময়েন চেয়ারম্যান জড়িত না বলে জানান।
সাংবাদিক সম্মেলনে মঈন উদ্দীন ময়েন জানান, ঘটনার সময় আমি ঢকায় অবস্থান করছিলাম অপহরণের সংবাদ জানতে পেরে আমি ভুক্তভোগী পরিবারের অনুরোধে গ্রামে গিয়ে স্থানীয়ভাবে বিষয়টি সঠিক ভাবে জানার চেষ্টা করি। পরি ভুক্তভোগি পরিবারদের সঙ্গে নিয়ে অপহৃতদের উদ্ধারের জন্য জীবননগর থানাসহ প্রসাশনের সঙ্গে সার্বক্ষনিক যোগাযোগ করি।
বিজ্ঞাপন
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএপির সম্পাদক শাজাহান আলী, ইউনিন বিএনপির সহ সভাপতি বিপলুর রহলান, যুগ্ন সম্পাদক আল ইমরান টিপু ও সাংগঠনিক সম্পাদক আয়ুব আলী বিশ্বাসসহ ইউনিয়ন বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।








