Logo

দেড় লাখ টাকার বিনিময়ে ছেলেকে হত্যার জন্য বিক্রি করলেন মা!

profile picture
উপজেলা প্রতিনিধি
৭ নভেম্বর, ২০২৫, ১১:৪১
67Shares
দেড় লাখ টাকার বিনিময়ে ছেলেকে হত্যার জন্য বিক্রি করলেন মা!
ছবি: প্রতিনিধি

সিরাজগঞ্জের শাহজাদপুরে যুবক সিরাজুল ইসলাম হত্যার চাঞ্চল্যকর রহস্য উদঘাটন করেছে পুলিশ। তদন্তে বেরিয়ে এসেছে রোমহর্ষক তথ্য—নিজ মায়ের কাছ থেকে দেড় লাখ টাকায় ছেলেকে ‘কিনে’ হত্যা করেছে ঘাতকরা!

বিজ্ঞাপন

এ ঘটনায় গ্রেফতার পাঁচ আসামি বৃহস্পতিবার (৬ নভেম্বর) শাহজাদপুর আমলী আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

পুলিশ জানায়, গত ২৮ আগস্ট ভোরে শাহজাদপুর উপজেলার চর কৈজুরী গ্রামের সড়কের পাশে ক্ষতবিক্ষত অবস্থায় সিরাজুল ইসলামের লাশ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

ঘটনার পর নিহতের ছোট ভাই বাদী হয়ে প্রতিপক্ষ গোষ্ঠীর কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেন। তদন্তে নেমে শাহজাদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) এমদাদুল হকের নেতৃত্বে পুলিশ ও গোয়েন্দা সংস্থা যৌথ অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করে।

বিজ্ঞাপন

তারা হলেন—মৃত আলহাজ্ব ওয়াজেদ মন্ডলের ছেলে আল আমীন মন্ডল (৩৮), মো. সানোয়ার মন্ডলের ছেলে সেলিম মন্ডল (৩২), শহিদ আলী মন্ডলের ছেলে আমিরুল ইসলাম (৩৩), মৃত ইয়াছিন প্রামাণিকের ছেলে ওমর ফারুক (৩৮) এবং মৃত আজগর প্রামাণিকের ছেলে আব্দুল গফুর প্রামাণিক (৫৫)।

পরে আদালত তাদের তিন দিনের রিমান্ডে পাঠায়। রিমান্ড শেষে বৃহস্পতিবার আসামিরা আদালতে হত্যার দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

বিজ্ঞাপন

আসামিদের জবানবন্দিতে উঠে এসেছে, চর কৈজুরী ও গোপালপুর গ্রামের দুই গোষ্ঠীর মধ্যে আধিপত্য নিয়ে দীর্ঘদিনের বিরোধ ছিল। পূর্বের একটি হত্যা মামলায় আপসের টাকা লেনদেনকে কেন্দ্র করেও উত্তেজনা চলছিল। এর জের ধরে পরিকল্পিতভাবে সিরাজুলকে হত্যার সিদ্ধান্ত নেয় প্রতিপক্ষ গোষ্ঠী।

আরও অবিশ্বাস্য তথ্য প্রকাশ পায়—সিরাজুল মাদকাসক্ত হওয়ায় তার মা অতিষ্ঠ ছিলেন। এই সুযোগে আসামিরা মায়ের সঙ্গে যোগাযোগ করে তাকে হত্যার প্রস্তাব দেয়। মূল হোতা “সমাপ্ত” (ছদ্মনাম) নামের এক ব্যক্তি মোট ২ লাখ টাকা নেয়—এর মধ্যে ৫০ হাজার টাকা নিজের কাছে রেখে বাকি দেড় লাখ টাকা সিরাজুলের মাকে দেয়, যেন ছেলেকে “বিক্রি” করতে রাজি হন।

বিজ্ঞাপন

ঘটনার রাতে বেড়ানোর কথা বলে সিরাজুলকে ডেকে নিয়ে যায় আসামিরা। পরে রাত সাড়ে তিনটার দিকে নির্জন স্থানে নিয়ে গামছা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে এবং ছোরা দিয়ে শরীরে একাধিক আঘাত করে। এরপর তারা লাশ ফেলে রেখে পালিয়ে যায়।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ‘আসামিদের জবানবন্দিতে পুরো ঘটনার ভয়াবহ চিত্র উঠে এসেছে। এই ঘটনায় জড়িত আরও কয়েকজনকে শনাক্ত করা হয়েছে, তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।’

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD