Logo

হিলিতে পেঁয়াজের মূল্যে কারসাজি, ৫ দোকানে জরিমানা

profile picture
জেলা প্রতিনিধি
দিনাজপুর
৮ নভেম্বর, ২০২৫, ১৫:২৫
28Shares
হিলিতে পেঁয়াজের মূল্যে কারসাজি, ৫ দোকানে জরিমানা
ছবি: প্রতিনিধি

দেশব্যাপী পেঁয়াজের বাজারে হঠাৎ ঊর্ধ্বমুখী দাম নিয়ন্ত্রণে রাখতে দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলার হিলি সবজি বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। মূল্য তালিকা না রাখা ও বিভিন্ন অনিয়মের অভিযোগে ৫টি দোকানকে মোট ২ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়।

বিজ্ঞাপন

শনিবার (৮ নভেম্বর) দুপুরে এ অভিযান পরিচালনা করেন হাকিমপুর (হিলি) উপজেলা ভূমি সহকারী কমিশনার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: সাব্বির হোসেন।

অভিযান চলাকালে তিনি জানান, দেশের বিভিন্ন স্থানে পেঁয়াজের দাম হঠাৎ বেড়ে যাওয়ায় সাধারণ ক্রেতারা বিপাকে পড়েছেন। বাজারে যাতে অযৌক্তিকভাবে দাম বৃদ্ধি না পায় এবং ব্যবসায়ীরা নিয়ম মেনে মূল্যতালিকা প্রদর্শন করেন। সেজন্য জেলা প্রশাসকের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, কিছু দোকানদার মূল্য তালিকা প্রদর্শন না করে অনিয়ম করছিলেন। তাদের সতর্কতা মূলক জরিমানা করা হয়েছে। বাজারে ন্যায্য মূল্য নিশ্চিত করতে এবং ক্রেতাদের স্বস্তি ফেরাতে আমাদের অভিযান নিয়মিত চলবে।

অভিযানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। এতে বাজারের অন্যান্য দোকানদারদের মধ্যেও সতর্কতা দেখা যায়।

স্থানীয় ক্রেতারা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত মনিটরিং ও নজরদারি থাকলে পেঁয়াজসহ অন্যান্য নিত্যপণ্যের দাম স্থিতিশীল থাকবে।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD