মাইকে ঘোষণা দিয়ে দুপক্ষের টেঁটাযুদ্ধ

নরসিংদী সদর উপজেলার মাধবদী থানার চরদীঘলদী ইউনিয়নের জিতরামপুরে খেয়া পারাপারে অতিরিক্ত ভাড়া আদায় ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। সদর উপজেলার মাধবদী থানার চরাঞ্চল চরদীঘলদী ইউনিয়নের জিতরামপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
শনিবার (৮ নভেম্বর) সকালে মাইকে ঘোষণার পর দুই দফায় এ সংঘর্ষ হয়।
মাধবদী থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, সোমবার ও মঙ্গলবার দুপক্ষের সংঘর্ষের পর থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল। শনিবার (৮ নভেম্বর) ভোরে পুলিশ না থাকার সুযোগে দুপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। তবে পুলিশ পৌঁছানোর পর পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
বিজ্ঞাপন
তিনি আরও জানান, ভোরে পুলিশের উপস্থিতি দেখতে না পেয়ে দুপক্ষের মধ্যে উত্তজনা দেখা দেয়। এতে ২/৩ জন সামান্য আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অবস্থান নিলে পরিস্থিতি শান্ত হয়। বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষের ব্যাপারে তিনি অবগত নন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, জিরতরামপুর খেয়াঘাটে অতিরিক্ত ভাড়া আদায় ও আধিপত্য বিস্তার নিয়ে শহিদ মিয়া মেম্বার ও চাঁন মিয়া গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। শনিবার সকালে পুলিশ না থাকার সুযোগে উভয় পক্ষ টেঁটা ও দেশিয় অস্ত্রশস্ত্র ব্যবহার করে সংঘর্ষে লিপ্ত হয়। আহতরা পুলিশি নজর এড়াতে বিভিন্ন হাসপাতালে গোপনে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।
বিজ্ঞাপন
অভিযোগিত দুই পক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও শহিদ মিয়া ও চাঁন মিয়ার ফোন নম্বর বন্ধ পাওয়া গেছে।
এ ঘটনায় স্থানীয় প্রশাসন ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছেন। তবে এলাকাবাসী সতর্ক থাকার জন্য সকলকে অনুরোধ করা হয়েছে।








