Logo

সুন্দরবনে নৌকাডুবি: পশুর নদে নিখোঁজ মার্কিন প্রবাসী নারী পাইলট

profile picture
জেলা প্রতিনিধি
বাগেরহাট
৮ নভেম্বর, ২০২৫, ১৭:২১
25Shares
সুন্দরবনে নৌকাডুবি: পশুর নদে নিখোঁজ মার্কিন প্রবাসী নারী পাইলট
ছবি: সংগৃহীত

সুন্দরবনে বেড়াতে গিয়ে বাগেরহাটের মোংলার পশুর নদীতে পর্যটকবাহী একটি নৌকা উল্টে নিখোঁজ হয়েছেন রিয়ানা আবজাল (২৮) নামে যুক্তরাষ্ট্র প্রবাসী এক নারী পর্যটক। তিনি বাংলাদেশের বিমান বাহিনীর সাবেক পাইলট ছিলেন।

বিজ্ঞাপন

শনিবার (৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঢাংমারী ও পশুর নদীর ত্রিমোহনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও বনবিভাগ সূত্রে জানা গেছে, বনের ঢাংমারী এলাকার ‘ম্যানগ্রোভ ভেলি’ রিসোর্টে পরিবারসহ রাত কাটিয়ে সকালে ১৩ জন পর্যটক একটি ছোট বোটে করে করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের উদ্দেশে রওনা দেন। ফেরার পথে বোটটি ঢাংমারী খাল ও পশুর নদীর সঙ্গমস্থলে পৌঁছালে একটি বড় জাহাজের ঢেউয়ের আঘাতে হঠাৎ তা উল্টে যায়।

বিজ্ঞাপন

এ সময় বোটে থাকা সবাই নদীতে পড়ে যান। স্থানীয়দের সহায়তায় ১২ জনকে উদ্ধার করা গেলেও রিয়ানা আবজাল নিখোঁজ রয়েছেন।

সুন্দরবন পূর্ব বনবিভাগের ঢাংমারী স্টেশন কর্মকর্তা সুরজিৎ চৌধুরী বলেন, বোটটি প্রচণ্ড ঢেউয়ের তোড়ে উল্টে যায়। আমরা স্থানীয়দের সহায়তায় উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছি। নিখোঁজ নারী পর্যটকের সন্ধানে বনবিভাগ ও ফায়ার সার্ভিসের দল নদীতে তল্লাশি চালাচ্ছে।

নিখোঁজ রিয়ানার বাবা, বিমান বাহিনীর ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ জানান, একটি নৌবাহিনীর জাহাজ পাশ দিয়ে যাওয়ার সময় সৃষ্ট তীব্র ঢেউয়ে আমাদের ছোট বোটটি উল্টে যায়। সবাই নদীতে পড়ে যাই। বাকি ১২ জন সাঁতরে বা স্থানীয়দের সহায়তায় উঠে আসে, কিন্তু আমার মেয়ে রিয়ানাকে আর পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, রিয়ানা কিছু বছর আগে বিমান বাহিনী থেকে পদত্যাগ করে যুক্তরাষ্ট্রে চলে যান। ছুটিতে দেশে ফিরে পরিবার নিয়ে সুন্দরবন ভ্রমণে এসেছিলেন। তাদের স্থায়ী ঠিকানা বরিশালে, আর বর্তমানে পরিবারটি ঢাকার উত্তরায় বসবাস করছিল।

স্থানীয়রা বলছেন, সুন্দরবনের আশেপাশে ছোট আকারের বোটে পর্যটক পরিবহনের ক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থা একেবারেই দুর্বল। অদক্ষ চালক ও অনুমোদনহীন নৌযানের কারণে এ ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটছে।

বিজ্ঞাপন

এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিখোঁজ রিয়ানার সন্ধানে বনবিভাগ, ফায়ার সার্ভিস ও স্থানীয় জেলেরা তল্লাশি অভিযান চালাচ্ছেন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD