Logo

নওগাঁয় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু

profile picture
উপজেলা প্রতিনিধি
নওগাঁ
৮ নভেম্বর, ২০২৫, ১৬:৩৭
16Shares
নওগাঁয় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু
প্রতীকী ছবি।

নওগাঁর রাণীনগরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্লিয়ারের সঙ্গে ধাক্কা লেগে রিপন হোসেন (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

শুক্রবার (৭ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলার রাণীনগর-আবাদপুকুর সড়কের খাঁনপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিপন হোসেন উপজেলার একডালা ইউনিয়নের দামুয়া সরদারপাড়া গ্রামের দুলু সরদারের ছেলে।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করে রাণীনগর থানার ওসি আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, শুক্রবার রাতে ব্যক্তিগত কাজে রিপন হোসেন বাড়ি থেকে রাণীনগর বাজারে আসছিল। খাঁনপুকুর স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় পৌঁছালে রিপন হোসেন মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের গেটের প্লিয়ারের সঙ্গে ধাক্কায় মারে। এতে মাথায় গুরুতর আঘাত লেগে ঘটনাস্থলেই তিনি মারা যান

তিনি বলেন, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কেউ কোন অভিযোগ বা মামলা দায়ের করেনি। মরদেহ পরিবারের লোকজন নিয়ে গেছে।

বিজ্ঞাপন

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD