নওগাঁয় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু

নওগাঁর রাণীনগরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্লিয়ারের সঙ্গে ধাক্কা লেগে রিপন হোসেন (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন।
বিজ্ঞাপন
শুক্রবার (৭ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলার রাণীনগর-আবাদপুকুর সড়কের খাঁনপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: মাইকে ঘোষণা দিয়ে দুপক্ষের টেঁটাযুদ্ধ
নিহত রিপন হোসেন উপজেলার একডালা ইউনিয়নের দামুয়া সরদারপাড়া গ্রামের দুলু সরদারের ছেলে।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করে রাণীনগর থানার ওসি আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, শুক্রবার রাতে ব্যক্তিগত কাজে রিপন হোসেন বাড়ি থেকে রাণীনগর বাজারে আসছিল। খাঁনপুকুর স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় পৌঁছালে রিপন হোসেন মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের গেটের প্লিয়ারের সঙ্গে ধাক্কায় মারে। এতে মাথায় গুরুতর আঘাত লেগে ঘটনাস্থলেই তিনি মারা যান
তিনি বলেন, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কেউ কোন অভিযোগ বা মামলা দায়ের করেনি। মরদেহ পরিবারের লোকজন নিয়ে গেছে।
বিজ্ঞাপন








