Logo

বাঞ্ছারামপুরে গাঁজাসহ তিন নারী আটক

profile picture
উপজেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া
১১ নভেম্বর, ২০২৫, ১৪:৪২
21Shares
বাঞ্ছারামপুরে গাঁজাসহ তিন নারী আটক
ছবি প্রতিনিধি।

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পুলিশের বিশেষ অভিযানে ৪ কেজি গাঁজাসহ তিন নারীকে আটক করেছে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ।

বিজ্ঞাপন

সোমবার (১০ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে পৌরসভার আসাদনগর ব্রিজ এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

থানা সূত্রে জানা যায়, এসআই মো. হাসান উদ্দিনের নেতৃত্বে সঙ্গীয় অফিসার মোহাম্মদ মাসুদ সরকার ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিন নারীকে গ্রেফতার করা হয়। আটক নারীরা হলেন— নরসিংদী রাঙ্গামাটিয়া এলাকার আছিয়া বেগম (৪০), আকলিমা (৩০) ও বিলাসদি আল্লাহু চক্কর মানিক মিয়া বাড়ির শাহানাজ বগম (২৮)। তাদের কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন:

বিজ্ঞাপন

পুলিশ জানায়, জব্দ তালিকা অনুযায়ী মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ বিষয়ে বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মো. হাসান জামিল খান বলেন, মাদকবিরোধী অভিযান নিয়মিত চলমান রয়েছে। তার ধারাবাহিকতায় বডি ফিটিং অবস্থায় মাদক বহনকালে এই তিন নারীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে আমাদের থানার চৌকস পুলিশ টিম। সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষায় আমরা সর্বোচ্চ সতর্কতার সঙ্গে কাজ করে যাচ্ছি।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD