Logo

মুক্তি মিলছে না আইভীর: নতুন করে আরও তিন মামলা দায়ের

profile picture
জেলা প্রতিনিধি
নারায়ণগঞ্জ
১১ নভেম্বর, ২০২৫, ২২:৩৩
20Shares
মুক্তি মিলছে না আইভীর: নতুন করে আরও তিন মামলা দায়ের
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভী নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) সাবেক মেয়র এর উপর আরও তিনটি মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেছে পুলিশ।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১১ নভেম্বর) নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জুলাই মাসে সংঘটিত গণঅভ্যুত্থানের সময় হামলা ও হত্যার অভিযোগে দায়ের করা ফতুল্লা থানার তিনটি পৃথক হত্যা মামলায় এই আবেদন করা হয়।

নারায়ণগঞ্জ ফতুল্লা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেন রাত সোয়া ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করে জানান, জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় নিহত আব্দুর রহমান, পারভেজ ও মোহাম্মদ আবুল হোসেন মিজি হত্যা মামলার তদন্তে সাবেক মেয়র আইভীর সম্পৃক্ততা পাওয়া গেছে। সে কারণেই তদন্ত কর্মকর্তারা আদালতে শ্যোন অ্যারেস্টের আবেদন করেছেন।

বিজ্ঞাপন

মো. কাউয়ুম খান নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক বলেন, এসব মামলায় পুলিশের আবেদনের প্রেক্ষিতে আগামী ১৩ নভেম্বর শুনানির তারিখ নির্ধারণ করেছেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।

এর আগে, (৯ নভেম্বর) হাইকোর্ট ডা. সেলিনা হায়াৎ আইভীকে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে দায়ের করা পাঁচটি মামলায় জামিন দেন।

আওলাদ হোসেন আইভীর আইনজীবী অভিযোগ করে জানান, ডা. আইভীর জনপ্রিয়তা ও জামিনে মুক্তি রাজনৈতিক প্রতিপক্ষদের ঈর্ষান্বিত করেছে। প্রশাসন ও পুলিশকে প্রভাবিত করেই নতুন করে শ্যোন অ্যারেস্টের আবেদন করানো হয়েছে। মামলাগুলো বহুদিন আগের, তবুও হঠাৎ করে এমন আবেদন কেন করা হলো এটা জনগণ ভালোভাবেই বুঝতে পারে।

বিজ্ঞাপন

তারেক আল মেহেদী নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) বলেন, কোনো রাজনৈতিক প্রভাব নয়, তদন্তে তার সম্পৃক্ততার তথ্য পাওয়ার কারণেই শ্যোন অ্যারেস্টের আবেদন করা হয়েছে।

বলা যায়, গত দুই দিনে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত সহিংসতা ও পুলিশি কাজে বাধা সংক্রান্ত ছয়টি মামলায় ডা. আইভীর বিরুদ্ধে শ্যোন অ্যারেস্টের আবেদন করেছে পুলিশ।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD