সাংবাদিক ফয়সাল ইসলামের পিতা সেনা বাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট নুরুল ইসলামের ইন্তেকাল

বাংলাদেশ সেনা বাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট ও পরমতলা পশ্চিমপাড়া ছাদির বকশি বাড়ির বাসিন্দা মোঃ নুরুল ইসলাম আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বিজ্ঞাপন
দীর্ঘদিন শারীরিক জটিলতায় ভুগে বুধবার দিবাগত রাত ১১টা ৫৫ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর ৬ মাস।
মরহুম নুরুল ইসলাম সাংবাদিক ফয়সাল ইসলামের পিতা ও মরহুম শব্দর আলী খলিফার বড় ছেলে। তিনি দীর্ঘ কর্মজীবনে সততা, নিষ্ঠা ও দেশপ্রেমের মাধ্যমে সহকর্মীদের শ্রদ্ধা অর্জন করেছিলেন। তাঁর মৃত্যুতে পরিবার ও এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বাদ যোহর পরমতলা পশ্চিমপাড়া বাইতুল হামদ জামে মসজিদ মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
বিজ্ঞাপন
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, এক কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে—মহান আল্লাহ তায়ালা যেন মরহুম মোঃ নুরুল ইসলামকে জান্নাতুল ফেরদৌস দান করেন।








