মৌলভীবাজারে নৈরাজ্য রোধে নিরাপত্তা জোরদার

মৌলভীবাজার শহরে আন্তর্জাতিক মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে নৈরাজ্য ও নাশকতা রোধে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
বিজ্ঞাপন
সোমবার (১৭ নভেম্বর) দুপুরে শহরের শমশেরনগর সড়ক, চৌমুহনা, আদালত সড়কসহ গুরুত্বপূর্ণ সড়কে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আকিব উল্লাহর নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশ টহল দিয়েছে।
সদর হাসপাতাল, পল্লী বিদ্যুৎ কার্যালয়, সড়ক ভবন, জেলা সরকারি প্রাথমিক শিক্ষা অফিস ও জেলা প্রশাসকের কার্যালয়সহ অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায় র্যাব ও পুলিশের সদস্যরা অবস্থান করেছেন। তবুও শহরের যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং কোথাও নৈরাজ্য বা নাশকতার কোনো ঘটনা ঘটেনি।
বিজ্ঞাপন
এদিকে ভোরে রাজনগর উপজেলার মশুরিয়া এলাকায় দূর্বৃত্তরা তিনটি বড় গাছ রাস্তার ওপর ফেলে রাখে। পুলিশ ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় সকাল সাড়ে সাতটায় তা সরিয়ে পথ পুনরায় যান চলাচলের উপযোগী করা হয়।
মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান জানান, নিয়মিত পেট্রোল ডিউটির অংশ হিসেবে শহরে টহল জোরদার করা হয়েছে।








