Logo

মাদক নিয়ে বাড়িতে প্রবেশে বাধা, মা ও ভাইকে কুপিয়ে হত্যা

profile picture
জেলা প্রতিনিধি
কুমিল্লা
১৭ নভেম্বর, ২০২৫, ১১:৪৩
23Shares
মাদক নিয়ে বাড়িতে প্রবেশে বাধা, মা ও ভাইকে কুপিয়ে হত্যা
ছবি: সংগৃহীত

কুমিল্লায় মাদক নিয়ে বাড়িতে প্রবেশে বাধা দেওয়ায় মা ও ছোট ভাইকে কুপিয়ে হত্যা করেছেন বিল্লাল হোসেন নামের এক মাদক কারবারি।

বিজ্ঞাপন

সোমবার (১৭ নভেম্বর) সকালে জেলার আদর্শ সদর উপজেলার সীমান্তবর্তী বসন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বসন্তপুর গ্রামের মৃত আজগর আলীর স্ত্রী রাহেলা বেগম (৬৫) ও তার ছোট ছেলে কামাল হোসেন (৩৫)। ঘাতক বিল্লাল নিহত রাহেলার বড় ছেলে এবং কামালের বড়ভাই।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ (সুপার সদর সার্কেল) সাইফুল মালিক বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

ঘটনার পর থেকে ঘাতক বিল্লাল হোসেন পলাতক রয়েছেন। এ ঘটনায় ঘাতকের স্ত্রী আকলিমা খাতুনকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, অভিযুক্ত বিল্লাল একজন মাদক কারবারি। তার বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা রয়েছে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে বিল্লাল হোসেন বাড়িতে মাদক নিয়ে প্রবেশ করে। এ সময় ছোট ভাই কামাল হোসেন একটি মাহফিল থেকে বাড়ি ফেরেন। কামাল তার বড় ভাইকে মাদক নিয়ে বাড়িতে প্রবেশ করতে নিষেধ করেন। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। পরে বড় ভাই বিল্লাল তার ঘরে প্রবেশ করে ছুরি এনে ছোট ভাই কামালকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে।

এ ঘটনায় মা রাহেলা বেগম বাধা দিতে এলে তাকেও এলোপাথাড়ি কোপায়। এতে ঘটনাস্থলে কামাল নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে মা রাহেলা বেগমও মারা যান।

বিজ্ঞাপন

কুমিল্লা কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, এ ঘটনায় অভিযুক্ত বিল্লালের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

অভিযুক্ত বিল্লাল দীর্ঘদিন ধরে মাদক কারবারি করছিলেন। তার ছোটভাই মাদক কারবারিতে বাধা দেওয়ায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এছাড়া জমি সংক্রান্ত বিষয় নিয়ে পরিবারের মধ্যে দীর্ঘদিনের বিরোধ রয়েছে।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD