Logo

নারায়ণগঞ্জে অসুস্থ যাত্রীকে উদ্ধার করে চিকিৎসা দিল কোস্ট গার্ড

profile picture
নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জ
১৭ নভেম্বর, ২০২৫, ১১:২১
16Shares
নারায়ণগঞ্জে অসুস্থ যাত্রীকে উদ্ধার করে চিকিৎসা দিল কোস্ট গার্ড
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জে যাত্রীবাহী লঞ্চে অসুস্থ যাত্রীকে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা প্রদান করেছে কোস্ট গার্ড।

বিজ্ঞাপন

সোমবার (১৭ নভেম্বর) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা এ তথ্য জানান।

তিনি বলেন, গত ১৬ নভেম্বর ২০২৫ তারিখ রবিবার জনৈক এক ব্যক্তি উন্নত চিকিৎসার জন্য এমভি দোয়েল পাখি-১০ লঞ্চ যোগে ভোলা হতে ঢাকার উদ্দেশ্যে রওনা করে। সন্ধ্যা ৭টায় লঞ্চটি মুন্সিগঞ্জ লঞ্চঘাট সংলগ্ন এলাকায় পৌছাঁলে উক্ত ব্যক্তি গুরুতর অসুস্থ হয়ে পড়ে। তৎক্ষণাৎ রোগীর ভাই কোস্ট গার্ড জরুরি সেবা নম্বর ১৬১১১ এ কল করে সহায়তা চায়।

বিজ্ঞাপন

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন পাগলা হতে একটি মেডিক্যাল টিম অতিদ্রুত হাই স্পিড বোট যোগে উক্ত লঞ্চে গমন করে। অতঃপর মেডিক্যাল টিম উক্ত ব্যক্তিকে সদরঘাট লঞ্চ ঘাট হতে সিএনজি যোগে সদরঘাট সংলগ্ন সুমনা হাসপাতালে পৌঁছে দেয়।

তিনি আরও বলেন, জনগণের সেবায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত রাখবে।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD